রাজধানীর ধানমণ্ডিতে ফাঁকা সড়কে চার নারীকে চাপা দেওয়ার ঘটনায় এক নারী মারা গেছেন। গতকাল শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহত ওই নারীর নাম তানিয়া আক্তার। তার স্বামীর নাম রনি চৌধুরী। পুলিশ ওই নারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি। ওই নারীর সঙ্গে আহত অন্যরা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত সোমবার সকালে ধানমণ্ডির ৪ নম্বর সড়কে চার নারীকে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার।
ঘটনার ভিডিওতে দেখা যায়, একটি তুলনামূলক ফাঁকা সড়ক দিয়ে চারজন নারী পাশাপাশি হেঁটে যাচ্ছিলেন। এমন সময় পেছন থেকে একটি প্রাইভেট কার এসে তাঁদের ধাক্কা দেয়। এতে অন্তত একজন গাড়ির নিচে চাপা পড়েন। বাকিরা ধাক্কা খেয়ে আশপাশে ছিটকে পড়েন।
সঙ্গে সঙ্গে প্রাইভেট কারটি থেমে যায়। এ সময় চালকের পাশের সিটে বসা ব্যক্তি চালকের আসনে গিয়ে গাড়ি ব্যাক গিয়ারে দিয়ে ফের দুইবার চাপা দেয় পড়ে থাকা নারীকে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে থানা-পুলিশ প্রাথমিক তদন্ত করলেও প্রাইভেট কারটি শনাক্ত করতে পারেনি।
এ বিষয়ে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা গণমাধ্যমকে বলেন, প্রাইভেট কারে চাপা পড়ার ঘটনায় কোনো মামলা হয়নি। এ কারণে আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তানিয়া আক্তারের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আজকালের খবর/ এমকে