প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৯ এএম
কুড়িগ্রাম-১ সংসদীয় আসনকে (নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও কঁচাকাটা) ভাগ করে দুটি আসনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ (বিবিএমপি)।
গত রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসির অফিসে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
এ সময় এলাকাবাসী জানান, বৃহত্তর আয়তনের প্রায় ছয় লাখ ৩১ হাজার মানুষের সংসদীয় আসন কুড়িগ্রাম-১। একটি আসন হওয়ায় সরকারি-বেসরকারি সকল সেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হয়ে আসছে সর্বসাধারণ।
বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজা বলেন, কুড়িগ্রাম-১ আসনটি পিছিয়ে পড়া ও অনুন্নত এলাকা। নাগেশ্বরী পৌরসভা ও নাগেশ্বরী উপজেলাকে নিয়ে কুড়িগ্রাম-১ আসন এবং ভুরুঙ্গামারী উপজেলা ও কঁচাকাটা থানাকে নিয়ে কুড়িগ্রাম-৫ আসন করলে এই বৃহৎ জনবহুল এলাকার মানুষজন দুটি সংসদ সদস্য পাবেন। ফলে সরকারি বরাদ্দ দ্বিগুন হবে। এতে করে অবহেলিত নদী ভাঙ্গন কবলিত নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও কঁচাকাটার দারিদ্র অসহায় মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানো সম্ভব হবে।
তিনি বলেন, কুড়িগ্রাম-১ আসনকে ভাগ করে দুটি সংসদীয় আসন করার জন্য প্রধান নির্বাচন কমিশনারের প্রতি জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। এ বিষয়ে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ এলাকাবাসীকে নিয়ে ইসিতে স্মারকলিপি দিয়েছে।
আজকালের খবর/আরইউ