বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি। এর সঙ্গে অতিরিক্ত আরো ২০টি কেন্দ্র রাখা হয়েছে। 

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে খসড়া তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব মো. আখতার হামিদ।

তিনি জানান, ভোটারদের সংখ্যা এবং কাঠামো বিশ্লেষণ করে কেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি।

ভোটকক্ষের ক্ষেত্রেও নির্দিষ্ট অনুপাতে হিসাব করা হয়েছে। পুরুষ ভোটারদের জন্য ৬০০ জনে একটি কক্ষ এবং নারী ভোটারদের জন্য ৫০০ জনে একটি কক্ষ ধরেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই হিসাবে পুরুষদের জন্য ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে এবার মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার
নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের ব্যারিষ্টার রুকুনুজ্জামান
হার দিয়ে বাছাইপর্ব শেষ করল আর্জেন্টিনা
‘দুর্যোগের সময় গুজব ছড়ালে, বড় বিপর্যয় নেমে আসবে’
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডাকসু নির্বাচন : বিএনপি-জামায়াতের সঙ্গে আলোচনায় সরকার
ডাকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির
ফলাফল প্রত্যাখ্যান করলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ
ডাকসু নির্বাচন: শিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস
ডাকসু নির্বাচন: ২৮ পদের ২৩টিতেই জয় শিবিরের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft