বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর ২০২৫
২৭ বলেই জয় তুলে নিয়ে এশিয়া কাপ শুরু ভারতের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৪ এএম
ফেবারিটের শুরুটা হলো ফেবারিটের মতোই। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে বিধ্বস্ত করলো সূর্যকুমার যাদবের দল।

প্রথমে ব্যাট করে ১৩.১ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। ৫৮ রানের সহজ লক্ষ্য ভারত পাড়ি দিয়েছে ২৭ বলেই (৪.৩ ওভারে)। ৯ উইকেট আর ৯৩ বল হাতে রেখে জিতেছে তারা।

দুই ওপেনার শুভমান গিল আর অভিষেক শর্মা ২৩ বলে গড়েন ৪৮ রানের জুটি। অভিষেক ১৬ বলে ২ চার আর ৩ ছক্কায় ৩০ করে আউট হন। গিল ৯ বলে ২০ আর সূর্যকুমার ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন।

এর আগে পুরো ২০ ওভারও খেলতে পারেনি স্বাগতিক আরব আমিরাত। ১৩.১ ওভারে তাদের ৫৭ রানে গুটিয়ে দিয়েছে ভারত। টি-টোয়েন্টি এশিয়া কাপে যেটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড।

২০২২ সালের সেপ্টেম্বরে শারজায় পাকিস্তানের বিপক্ষে ৩৮ রানে অলআউট হয়েছিল হংকং। এখন পর্যন্ত এটিই টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে সর্বনিম্ন।

অথচ দুবাইয়ে আজ টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা হয়েছিল দারুণ। ভারতীয় বোলারদের সামলে ৩ ওভারেই ২৫ রান তুলে নেয় সংযুক্ত আরব আমিরাত।

এরপর টানা দুই ওভারে দুই উইকেট হারিয়ে রানের গতি কিছুটা কমে গেছে। চতুর্থ ওভারে জাসপ্রিত বুমরাহ মাত্র ১ রান দেন। বোল্ড করেন মারকুটে আলিশান শরাফুকে (১৭ বলে ২২)।

বরুণ চক্রবর্তীর পরের ওভারে আরব আমিরাত নিতে পারে মাত্র ৩। এই ওভারে বরুণ তুলে নেন মোহাম্মদ জুহাইবকে (৫ বলে ২)। তারপরও পাওয়ার প্লের ৬ ওভারে মোটামুটি ভালোই করে আরব আমিরাত। ২ উইকেটে তোলে ৪১ রান।

কিন্তু পাওয়ার প্লের সেই ভালো শুরু এক ওভারেই নস্যাৎ হয়ে গেছে। ইনিংসের নবম ওভারে কুলদিপ যাদব শিকার করেন ৩ উইকেট। প্রথম বলে রাহুল চোপড়া (৩) ক্যাচ, চতুর্থ বলে মোহাম্মদ ওয়াসিম (২২ বলে ১৯) এলবিডব্লিউ আর ওভারের শেষ বলে হর্ষিত কৌশিক (২) হন বোল্ড।

এরপর আসিফ খানকে (২) ফেরান শিভাম দুবে, সিমরানজিত সিংকে (১) অক্ষর প্যাটেল। ৫ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় আরব আমিরাত। সেখান থেকে আর বেশিদূর এগোতে পারেনি।ভারতের বাঁহাতি চায়নাম্যান স্পিনার কুলদিপ যাদব মাত্র ৭ রানে নেন ৪ উইকেট। ৪ রানে ৩ উইকেট শিকার পেস বোলিং অলরাউন্ডার শিভাম দুবের।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রাম-১ আসনকে ভাগ করে দুটি আসনের দাবিতে ইসিতে স্মারকলিপি
বিসিএস পরীক্ষার নিরাপত্তায় ১২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
শিবিরকে শুভেচ্ছা জানানো সেই পোস্ট মুছে ফেলল পাকিস্তানের জামায়াতে ইসলামী
২৭ বলেই জয় তুলে নিয়ে এশিয়া কাপ শুরু ভারতের
জাকসু নির্বাচনে আশাবাদী ছাত্রশিবির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডাকসু নির্বাচন: ২৮ পদের ২৩টিতেই জয় শিবিরের
ফরিদপুরে দ্বিতীয় দিনের মতো অবরোধ, ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ
ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপি নেতা সালাহউদ্দিনের প্রতিক্রিয়া
রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, দুই যুবক নিহত
বরিশালের গৌরনদীতে পানচাষীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft