জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস আবারো সরগরম। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে বন্ধ থাকার পর ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এ পরিস্থিতিতে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সমর্থিত প্যানেল 'সমন্বিত শিক্ষার্থী জোটের' প্রার্থীরা নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে।
সংগঠনটির নেতারা মনে করছেন, যদি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে তারা নির্বাচনে ভালো ফল করবে। শিক্ষার্থীদের অধিকার আদায় এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি নিয়ে তারা নির্বাচনে অংশ প্রতিদ্বন্দ্বিতা করছে।
এ বিষয়ে ইসলামী ছাত্রশিবির সমর্থিত'সমন্বিত শিক্ষার্থী জোটের' যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস নারী) পদপ্রার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা বলেন, "আমরা দেখেছি ডাকসু নির্বাচনে আমাদের প্যানেল ভালো ফল করেছিল। আমরা মনে করি, এর প্রভাব জাকসুতেও পড়বে।" তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, তারা যেন ক্যাম্পাস ও শিক্ষাবান্ধব নেতৃত্বকে ভোট দেন। তিনি আরও বলেন, "আমরা আশাবাদী, ডাকসুর মতোই জাকসুতেও আমাদের সমর্থিত প্যানেল থেকে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী জয়লাভ করবে। আর যারা জাকসু বানচাল করতে চায় তাদেরকেও প্রতিহত করবে সাধারণ শিক্ষার্থীরা"
'সমন্বিত শিক্ষার্থী জোটের' সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আরিফ উল্লাহ বলেন, "শিক্ষার্থীরা এখন সহিংস রাজনীতি থেকে দূরে থাকতে চায়। তারা চায় সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব।" তিনি জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তাদের মধ্যে অনেকে পরবর্তীতে চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো অপরাধে জড়িয়ে পড়েছে। তিনি দাবি করেন, ইসলামী ছাত্রশিবির সততা ও দক্ষতার বিষয়ে কোনো আপস করে না এবং শিক্ষাবান্ধব কাজে সবসময় গুরুত্ব দেয়। আরিফ উল্লাহ তাদের কিছু কার্যক্রম তুলে ধরেন, যেমন: হেলথ ক্যাম্প আয়োজন, শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান, ক্যাম্পাসে ডাস্টবিন ও প্রতিটি হলে পাম্পিং মেশিন স্থাপন।
তিনি আরও বলেন, "আমরা বিশ্বাস করি, যার মধ্যে সততা নেই, তার পক্ষে নেতৃত্বের আমানত রক্ষা করা সম্ভব নয়। শিক্ষার্থীরা এখন এমন প্রার্থীকে ভোট দেবে, যারা সৎ, দক্ষ এবং তাদের কল্যাণে কাজ করবে।" তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীরা হল দখল বা তথাকথিত 'বড় ভাইদের' রাজনীতি আর পছন্দ করে না।
আজকালের খবর/ এমকে