বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫
হার দিয়ে বাছাইপর্ব শেষ করল আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৯ পিএম
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে হার দিয়ে মাঠ ছাড়তে হলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। আগেই বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করা লিওনেল স্কালোনির শিষ্যরা ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরে শেষ করল বাছাইপর্বের অভিযান। 

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে ছিল সফরকারী আর্জেন্টিনার। তবে ৩১ মিনিটে ম্যাচের বাঁক ঘুরিয়ে দেন নিকোলাস ওতামেন্ডি। প্রায় একা গোলরক্ষকের দিকে ছুটে যাওয়া ইকুয়েডর অধিনায়ক এননার ভ্যালেন্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন তিনি। সংখ্যাগত ঘাটতির সুযোগ কাজে লাগায় স্বাগতিকরা।

প্রথমার্ধের যোগ করা সময়ের ১৩তম মিনিটে ভিএআরে পেনাল্টির সিদ্ধান্ত পান ইকুয়েডর। তালিয়াফিকোর কনুই প্রতিপক্ষ ফুটবলারের মুখে লাগায় সেই সুযোগ আসে। স্পটকিকে গোল করে দলকে এগিয়ে নেন ভ্যালেন্সিয়া।

দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে সমতায় ফিরে আসে দুই দল। নিকোলাস গঞ্জালেসকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ময়েসেস কায়কাদো। তবে একজন কম নিয়ে খেলার প্রভাব কাটাতে পারেনি আর্জেন্টিনা। ৫৮ শতাংশ বল দখলে রেখেও তাদের ৮ শটের একটিও ছিল না লক্ষ্যে। অন্যদিকে ইকুয়েডরের ১১ শটের মধ্যে ৪টি ছিল টার্গেটে।

শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি আলবিসেলেস্তেরা। ফলে ২০১৫ সালের পর বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবারের মতো আর্জেন্টিনার বিপক্ষে জয় পেল ইকুয়েডর। তবে হার নিয়েও কনমেবল বাছাইপর্বের শীর্ষে থেকে শেষ করেছে আর্জেন্টিনা। ১৮ ম্যাচ খেলে ১২ জয়ের সাথে ২ ড্র ও ৪ হারে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে ইকুয়েডরের পয়েন্ট ২৯।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ডাকসুতে ছাত্রলীগের সঙ্গে আঁতাত করেছে শিবির: মির্জা আব্বাস
নেপালে নেতৃত্ব নিয়ে বিরোধ: জেন জি প্রতিনিধিদের ফিরিয়ে দিলো সেনাবাহিনী
জাকসু নির্বাচনে আশাবাদী ছাত্রশিবির
এবার ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে তরুণদের সংঘর্ষ
মোহাম্মদ (স.) ছিলেন সহিষ্ণুতার নিদর্শন: শায়খ আহমাদুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডাকসু নির্বাচন: ২৮ পদের ২৩টিতেই জয় শিবিরের
ফরিদপুরে দ্বিতীয় দিনের মতো অবরোধ, ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ
ছাত্রলীগের মারপিটে রক্তাক্ত তন্বি ডাকসুতে ৪৫৮৯ ভোটে জয়ী
ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপি নেতা সালাহউদ্দিনের প্রতিক্রিয়া
রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, দুই যুবক নিহত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft