শনিবার ৬ সেপ্টেম্বর ২০২৫
ধানের নতুন পাঁচটি জাত উদ্ভাবন
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৭ এএম
ধানের আরো পাঁচটি নতুন জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীরা। মাঠ পর্যায়ে এই জাতগুলো ব্যাপক সাফল্যও পেয়েছে। আগামী সপ্তাহে এটি কারিগরি কমিটির সভায় উপস্থাপনের পর জাতীয় বীজ বোর্ডে অনুমোদনের জন্য দেওয়া হবে। অনুমোদন পেলে কিছু প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জাতগুলো কৃষকদের কাছে পৌঁছে যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের চিফ সায়েন্টিফিক অফিসার (সিএসও) ও প্রধান ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা জানিয়েছেন, এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন তাঁরা।

ব্রির বিজ্ঞানীরা জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে উদ্ভাবিত ১১৪টি জাত রয়েছে। নতুন এই পাঁচটি জাত অনুমোদনের পর এ সংখ্যা দাঁড়াবে ১১৯টিতে। এ ধানগুলোর মধ্যে রয়েছে ভিটামিন-ই সমৃদ্ধ ধান, লবণাক্ত সহনশীল, শীতল সহনশীল, বোরো মৌসুমে উচ্চ ফলনশীল ও ব্যাকটেরিয়াল ব্লাইট সহনশীল জাত।

দীর্ঘ গবেষণা শেষে ভিটামিন-ই সমৃদ্ধ নতুন জাতটি উদ্ভাবন করেছে ব্রি, এর প্রস্তাবিত নাম ব্রিধান-১১৫। এতে ১৫ পিপিএম মাত্রার ভিটামিন-ই পাওয়া যাবে। বিজ্ঞানীরা বলছেন, ভিটামিন-ই আমাদের দেহের জন্য অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে, কোষকে ক্ষয় ও বয়সজনিত ক্ষতি থেকে রক্ষা করে এবং ইমিউন সিস্টেম শক্তিশালী করে। এ ছাড়া এটি ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে।ধানের ব্যাকটেরিয়াজনিত ব্লাইট একটি বিধ্বংসী রোগ। এটি ধানের পাতা ও শীষে আক্রমণ করে, যার ফলে পাতা বিবর্ণ ও ঝলসানো হয়ে যায় এবং শীষ সাদা বা বাদামি হয়ে জন্য ব্যাকটেরিয়াল ব্লাইট সহনশীল জাত উদ্ভাবন করেছে ব্রি, যার প্রস্তাবিত নাম ব্রিধান-১১৬। এটি তুলনামূলকভাবে ব্রিধান-১১৩-এর চেয়ে বেশি ফলন দেয়। ব্রিধান-১১৩-এর ফলন ছিল ৮.১৫ টন। নতুন জাতে প্রতি হেক্টরে ফলন ৯.১ টন।

দেশের দক্ষিণাঞ্চলে ধান চাষের প্রধান বাধা হলো লবণযুক্ত মাটি। এ কারণে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে আসছেন। এরই মধ্যে সাত থেকে আটটি লবণ সহনশীল ধানের জাত উদ্ভাবন করা হয়েছে। নতুন উদ্ভাবিত এই জাত ব্রিধান-১১৭ অতিমাত্রার লবণ সহ্য করতে পারবে এবং ফলনও বেশি দেবে। এর জীবনকাল কম, কিন্তু প্রতি হেক্টরে ফলন এক টন বেশি।

ব্রি’র উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান ড. ইফতেখারুদ্দৌলা জানিয়েছেন, বাংলাদেশে যে ধান চাষ হয়, তার মধ্যে বোরো চাষের এলাকা ৫৩ শতাংশ। এর মধ্যে ২০ শতাংশ হাওর এলাকায় অবস্থিত। ফলে হাওর এলাকার ধানে ফলন বাড়ানো এবং ক্ষতি কমাতে দীর্ঘদিন ধরে গবেষণা করা হয়েছে। প্রজনন অবস্থায় এবং ফুল আসার সময় যদি তিন থেকে পাঁচ দিন পর্যন্ত তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে থাকে, ধান চিটা হয়ে যায়। বিষয়টি বিবেচনায় রেখে শীতল সহনশীল জাত উদ্ভাবন করা হয়েছে। এর প্রস্তাবিত নাম ব্রিধান ১১৮।

বিজ্ঞানীরা বলেন, হাওর এলাকায় বোরো ধান চাষে শীতের মূল সমস্যা হলো ঠাণ্ডাজনিত ক্ষতি, যেখানে ধানের চারায় কুয়াশা ও তীব্র শীতের কারণে ক্ষতির আশঙ্কা থাকে। বিশেষ করে ব্রি-২৮ ও ২৯ জাতের ধানগাছ ঠাণ্ডায় কাতর হয়ে পড়ে, এতে ফলন কমে যায়।

বোরো মৌসুমে দীর্ঘ জীবনকালের নতুন জাতের প্রস্তাবিত নাম ব্রিধান-১১৯। এর ফলন ব্রিধান-৮১-এর চেয়ে এক টন বেশি। ড. ইফতেখারুদ্দৌলা বলেন, যেসব এলাকায় একটি বোরো ফসল চাষ হয়, সেখানে এই ধান উপযুক্ত। এর জীবনকাল ১৬০ দিন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জসীম উদ্দিন জানান, দেশের ধান উৎপাদন বর্তমানে চার কোটি টনেরও বেশি। এটি দেশের খাদ্য নিরাপত্তার জন্য একটি বড় অর্জন। তবে জলবায়ুর পরিবর্তন ক্রমশ নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। তীব্র গরম, অস্বাভাবিক বৃষ্টিপাত এবং শীতের প্রভাব ধানের উৎপাদনকে প্রভাবিত করছে। পাশাপাশি নতুন ধরনের পোকার আক্রমণও চাষিদের সমস্যায় ফেলছে। এসব বাধা কাটাতে বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে নতুন জাত উন্মোচন করছেন। এই নতুন জাতগুলো রোগ প্রতিরোধী এবং পরিবেশ সহনশীল।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুজন গুলিবিদ্ধ
নুরাল পাগলার দরবারে হামলা-সংঘর্ষে একজনের মৃত্যু: পুলিশ
হাওরে মাছ উৎপাদন বৃদ্ধি করতে সকলের সহযোগিতা প্রয়োজন মৎস্য উপদেষ্টা
নুরাল পাগলার ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনা হবে : প্রেস উইং
রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা, আহত ৩০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ ও বৃক্ষ রোপণ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও সহিংসতা অবসানে কাজ করবে ইউজিসি-ইউএন উইমেন
যে কারণে উত্তাল ইন্দোনেশিয়া
আগামী ৭ সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
বাংলাদেশে নির্বাচন না হলে রাজপথে অস্থিরতার শঙ্কা: মাইকেল কুগেলম্যান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft