বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ২০২৫
ব্যাতিক্রমী উদ্যোগে রিফাত আরা মৌরির প্রশংসায় গৌরনদী উপজেলাবাসী
কাজী রনি, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৪ পিএম
বরিশাল জেলার গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যাতিক্রমী উদ্যোগে উপজেলার জনসাধারণের অন্তরে জায়গা করে নিয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য নির্মীত বীর নিবাসের উদ্বোধন করা হয়েছে। 

উপজেলার গেরাকুল গ্রামে প্রথমে দোয়া-মোনাজাত ও পরবর্তীতে উপজেলার গেরাকুল গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিলনের স্ত্রীকে মিষ্টি মুখ করানোর মাধ্যমে নির্মিত বীর নিবাসের উদ্বোধণ করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি, মো. মেহেদী হাসান, উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা সহ অনান্যরা। 

বীর নিবাস উদ্বোধনের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার উপজেলার সুবিধাভোগী প্রতিটি মুক্তিযোদ্ধা পরিবারের খোঁজখবর নেন এবং কাজের শতভাগ গুনগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ বিষয় গৌরনদী উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. সালাউদ্দিন জানায় গৌরনদী উপজেলায় মোট ৯৮টি বীর নিবাস নির্মান করা হবে। প্রতিটা বীর নিবাস নির্মানের জন্য সরকারের পক্ষ থেকে ১৮ লাখ ৩৪ হাজার ২৭৯ টাকা বরাদ্দ রয়েছে।

তিনি আরো বলেন, প্রকল্প বাস্তবায়ন ও কাজের গুনগত মান শতভাগ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তার জোর নির্দেশনা রয়েছে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও সহিংসতা অবসানে কাজ করবে ইউজিসি-ইউএন উইমেন
তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
হারানো এনআইডি তুলতে আর লাগবে না জিডি
সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে তালিকা প্রকাশ
ধর্ষক আর স্বৈরাচার, মিলেমিশে একাকার: ছাত্রদলকে ইবি ছাত্রশিবির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যদি-কিন্তু টেনে বৈঠকে রাজি পুতিন
মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা প্রদান
সোহাগ পরিবহনের কাউন্টার ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
পেঁপে চাষে সফল তরুণ উদ্যোক্তা রাজবাড়ীর আরিফুল
জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft