প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৪ পিএম

বরিশাল জেলার গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যাতিক্রমী উদ্যোগে উপজেলার জনসাধারণের অন্তরে জায়গা করে নিয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য নির্মীত বীর নিবাসের উদ্বোধন করা হয়েছে।
উপজেলার গেরাকুল গ্রামে প্রথমে দোয়া-মোনাজাত ও পরবর্তীতে উপজেলার গেরাকুল গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিলনের স্ত্রীকে মিষ্টি মুখ করানোর মাধ্যমে নির্মিত বীর নিবাসের উদ্বোধণ করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি, মো. মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা সহ অনান্যরা।
বীর নিবাস উদ্বোধনের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার উপজেলার সুবিধাভোগী প্রতিটি মুক্তিযোদ্ধা পরিবারের খোঁজখবর নেন এবং কাজের শতভাগ গুনগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ বিষয় গৌরনদী উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. সালাউদ্দিন জানায় গৌরনদী উপজেলায় মোট ৯৮টি বীর নিবাস নির্মান করা হবে। প্রতিটা বীর নিবাস নির্মানের জন্য সরকারের পক্ষ থেকে ১৮ লাখ ৩৪ হাজার ২৭৯ টাকা বরাদ্দ রয়েছে।
তিনি আরো বলেন, প্রকল্প বাস্তবায়ন ও কাজের গুনগত মান শতভাগ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তার জোর নির্দেশনা রয়েছে।
আজকালের খবর/ওআর