প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৪ পিএম

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে পুড়ে গেছে বাজারের অন্তত ৩০ থেকে ৩৫টি দোকান।
আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ভোগড়া ফায়ার সার্ভিসের তিনটি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বাজারের প্রায় ৩০ থেকে ৩৫টি দোকান আগুনে পুড়ে গেছে।
তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তাৎক্ষণিকভাবে তা নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জীবিকার সবকিছু হারিয়ে দিশেহারা।
এদিকে, এমন অগ্নিকাণ্ড প্রতিরোধে বাজারগুলোতে অগ্নিনির্বাপন ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আজকালের খবর/বিএস