রবিবার ৭ সেপ্টেম্বর ২০২৫
হোয়াটসঅ্যাপ ব্যবহারে আর লাগবে না ফোন নাম্বার!
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২২ পিএম
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান মেটা। খুব শিগগিরই অ্যাপটির ব্যবহারকারীরা ফোন নম্বর ছাড়াই একে অপরকে খুঁজে বের করতে এবং বার্তা পাঠাতে পারবেন। নতুন এই সুবিধা বর্তমানে অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।

যেভাবে কাজ করবে নতুন ফিচারটি: 

প্রতিটি ব্যবহারকারীকে একটি স্বতন্ত্র ইউজারনেম তৈরি করতে হবে। এই ইউজারনেমে অন্তত একটি বর্ণ থাকতে হবে এবং নির্দিষ্ট নিয়ম মেনে সেট করতে হবে, যাতে একই ধরনের নাম ব্যবহার করে কেউ বিভ্রান্তি বা প্রতারণা করতে না পারে।

চ্যাট ট্যাবের নতুন সার্চ অপশনে গিয়ে ইউজারনেম লিখে খোঁজ করলে, ফোন নম্বর ছাড়াই অন্য ব্যবহারকারীর প্রোফাইল দেখা যাবে। এরপর সরাসরি চ্যাট শুরু করা যাবে। সেই চ্যাটে মিডিয়া, ভয়েস মেসেজ, ডকুমেন্টসহ সব ধরনের সুবিধা পাওয়া যাবে এবং সবকিছুই থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুরক্ষার মধ্যে।

নতুন ফিচারটি ব্যবহারকারীদের জন্য নিরাপত্তার বিষয়টিও মাথায় রেখেছে মেটা। যাতে অচেনা কেউ বিরক্ত না করে, সেজন্য হোয়াটসঅ্যাপে থাকবে ‘ইউজারনেম কী’ নামের একটি ব্যক্তিগত কোডের ব্যবস্থা। কেউ ইউজারনেম খুঁজে পেলেও সেই ‘কী’ ছাড়া প্রথম বার্তা পাঠাতে পারবে না। চাইলে ব্যবহারকারী এই নিরাপত্তা স্তর চালু বা বন্ধ রাখতে পারবেন। এছাড়া অনাকাঙ্ক্ষিত মেসেজ ঠেকাতে হোয়াটসঅ্যাপ নতুন অ্যালগরিদম ব্যবহার করবে, যা স্প্যাম প্রেরণকারী বা নিয়ম ভঙ্গকারীদের শনাক্ত করে ব্লক করবে। 

অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে বলা হয়নি, কবে থেকে ফিচারটি চালু হবে। বর্তমানে বেটা সংস্করণে ফিচারটি পরীক্ষার শেষ ধাপে রয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে। নতুন ইউজারনেম ফিচারটি ঐচ্ছিক। যারা এই ফিচার ব্যবহার করতে চাইবেন না, তারা আগের মতো ফোন নম্বর দিয়েই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

আজকালের খবর/ওআর










http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত
টাঙ্গাইলে একই স্থানে মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাবেশ, ১৪৪ ধারা জারি
হাটহাজারীতে দুই পক্ষের মুখোমুখি অবস্থান, ১৪৪ ধারা জারি
ব্যাংক লোকসানে থাকলে বোনাস পাবে না কর্মকর্তারা: গভর্নর
অবৈধ অস্ত্রের খবরদাতাকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নুরাল পাগলার ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনা হবে : প্রেস উইং
জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুজন গুলিবিদ্ধ
রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা, আহত ৩০
৭ সেপ্টেম্বর দিনব্যাপী শিল্পী সমিতির ব্যতিক্রমী আয়োজন
নুরাল পাগলার দরবারে হামলা-সংঘর্ষে একজনের মৃত্যু: পুলিশ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft