সম্প্রতি শ্রীলঙ্কা সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে পাকিস্তানকেও টোয়েন্টি সিরিজে হারিয়েছে টাইগাররা। এবার নেদারল্যান্ডসের বিপক্ষেও একম্যাচ হাতে রেখে সিরিজ জিতল লাল-সবুজের দল। তাতে টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়ল লিটন দাসের দল।
সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। জবাবে খেলতে নেমে ১৩.১ ওভারে এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
ছোট লক্ষ্য তাড়ায় দেখেশুনে খেলার চেষ্টা করেছেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি ইমন। পাওয়ার প্লের শেষ ওভারে দলীয় ৪০ রানের মাথায় বিদায় নেন তিনি। সাজঘরে ফেরার আগে ২১ বলে ২৩ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার।
ইমন থিতু হয়ে ফিরলেও ফিফটি পেয়েছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। ৩৯ বলে ফিফটি ছুঁয়ে শেষ পর্যন্ত ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই তামিম। লিটনের ব্যাট থেকে এসেছে অপরাজিত ১৮ রান। দুজনের অবিচ্ছিন্ন ৬৪ রানের জুটিতে বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। রিশাদ হোসেন ও শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পান নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব। আর প্রত্যাবর্তনের ম্যাচে নিজের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন বাঁহাতি স্পিনার নাসুম। তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুই উইকেট শিকার করেন নাসুম।
ম্যাক্স ও'ডাউডকে ৮ রানে ফেরানোর পর তেজা নিদামিনুরু গোল্ডেন ডাক মারেন। পাওয়ার প্লের শেষ ওভার করতে এসে ২১ রান করা ওপেনার ভিক্রমজিত সিংয়ের উইকেট পান তাসকিন আহমেদ। পাওয়ার প্লেতেই তিন উইকেট হারানো নেদারল্যান্ডস আর ঘুরে দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একশর আগেই অলআউটের শঙ্কায় পড়েছিল তারা।
তবে ৯ নম্বরে ব্যাট করতে নামা আরিয়ান দত্তের ২৪ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩০ রানের ইনিংসে ভর করে তিন অঙ্ক ছুঁয়েছে ডাচরা। বোলিংয়ে ২১ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার নাসুম। তাসকিন ও মুস্তাফিজ পেয়েছেন ২টি করে উইকেট। আর একটি করে উইকেট পান শেখ মাহেদি হাসান ও তানজিম হাসান সাকিব। ম্যাচসেরা হয়েছেন নাসুম।
আজকালের খবর/ এমকে