অপহরণের হুমকি
দুই শিশু শিক্ষার্থীসহ মায়ের ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৭:১২ পিএম
পূর্ব শত্রুতার জের ধরে স্কুল থেকে ফেরার সময় মা সহ দুই সন্তানের ওপর হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রাজধানীর হাজারীবাগ টালি অফিস রোডে এই ঘটনা ঘটছে। এসময় তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে দুষ্কৃতিকারীর পালিয়ে যায়। গত কয়েকমাস ধরে দুই সন্তানের ওই মাকে হুমকি-ধামকি দিয়ে মোটা অংকের টাকা দাবি করে আসছিল একটি সংঘবন্ধ চক্র। টাকা না পেলে দুই সন্তান অপহরণ করে নিয়ে যাওয়ারও হুমকি দিয়ে আসছিল চক্রটি। এই ঘটনার পর তাদের বাবা মো. রাসেল হাজারীবাগ মডেল থানায় গত ২৪ তারিখে একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। 

জিডিতে বলা হয় যে, গত ২০ তারিখে ষষ্ঠ শ্রেণির ছাত্র রাইমান শাহরিয়ার ইফতি (১৪) ও দ্বিতীয় শ্রেণীর মুহতাসিম শাহরিয়ার রাহেল (৮) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজে ক্লাস করতে যাওয়ার সময় ওৎপেতে থাকা দুস্কৃতিকারীরা তাদের মাকে মোসা. মমতাজ বেগম এর পথরোধ করে হামলা চালায়। এ সময় তারা অপহরণকরীর উদ্দেশ্যে ওই মায়ের কাছ থেকে সন্তানদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ওই দুই শিশু শিক্ষার্থীসহ তাদের মাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়া হয়। 

এ ব্যাপারে ওই সন্তানদের বাবা সিটি ব্যাংক পিএলসি’র ব্যাংক কর্মকর্তা মো. রাসেল বলেন আমার পরিবারের উপর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিসহ তাদের নিরাপত্তার ব্যবস্থার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

আজকালের খবর/








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সিলেটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয়ে নিষিদ্ধের ঘোষণা
মাদরাসা ছাত্রীকে ধর্ষণের পরে হত্যা মামলা, ১ জনের মৃত্যুদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
সোনাগাজীতে গরু চোর, মাদক কারবারীসহ ২ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
উলিপুরে সেনাবাহিনী কর্তৃক ওএমএস খাদ্য বান্ধব ডিলার নিয়োগ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কর্মী সাপ্লাই চক্রের টার্গেটে ব্যারিস্টার, টাকা আদায়ে মিথ্যা মামলা!
শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
চট্টগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে আহত ১২
আজ থেকে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্কবোঝা শুরু
রংপুরে আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার শুরু আজ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft