চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ: জাকের আলি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩:৪৬ পিএম
এশিয়া কাপকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। মাঠের অনুশীলনের ফাঁকে আজ সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে উপস্থিত হন জাকের আলি অনিক। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এবারের আসরে লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া।

গণমাধ্যমকে জাকের বলেন, ‘আমরা এবার এশিয়া কাপে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি, আমি সহ দলের সবাই এটা বিশ্বাস করে। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’

সাম্প্রতিক সময়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব ক্রিকেটারকে আলাদাভাবে পাওয়ার হিটিং শেখাচ্ছেন জুলিয়ান। প্রত্যেককে যার যার সামর্থ্যের চূড়ায় নিয়ে যেতে চান এই ইংলিশ কোচ।

জাকের বলেন, ‘জুলিয়ান পাওয়ার হিটিংয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করছে, কিভাবে কোন জায়গায় কার কতখানি উন্নতি করা যায়, এসব নিয়েই কাজ করছে।’

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সবশেষ টানা দুটি সিরিজ জয়ের অভিজ্ঞতা ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানও বলেছিলেন, এবারের আসরে বাংলাদেশ শিরোপা জিততে সক্ষম হবে বলে তিনি শতভাগ নিশ্চিত।

উল্লেখ্য, গত ২৬ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এশিয়া কাপের সূচি প্রকাশ করে।

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। মোট ৮ দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এই গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে।

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ
এনবিআরে বড় ধরনের রদবদল, ৫৮ কর্মকর্তার বদলি
পিএসসিতে নতুন ৩ সদস্য নিয়োগ
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই : আসিফ মাহমুদ
সাদাপাথর লুটপাটে ১৩৭ জন জড়িত: তদন্ত প্রতিবেদন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সোনাতলায় নানা আয়োজনে পালিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধে বাংলাদেশের অনুরোধ
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সিরাজদিখানে বর্ণাঢ্য র‍্যালি
তিন ধারাবাহিকে বড়দা মিঠু
সাতক্ষীরায় জেল থেকে পালিয়ে যাওয়া আসামি সাইফুল গ্রেপ্তার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft