নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে
যুগপৎ আন্দোলনকারীদের নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৭:৩৯ পিএম
যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে যারা কাজ করেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তাদেরকে নিয়ে একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম খান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রবিবার (১৭ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে দলের অবস্থান তুলে ধরে এসব কথা বলেন তিনি।

মো. নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি যথাযথভাবে নিচ্ছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি কিছুটা উদ্বিগ্ন। দেশের পরিস্থিতি কিছুটা দুর্বল হলেও নির্বাচনের আগে এটি স্বাভাবিক হবে বলে তারা আশাবাদী।

প্রয়োজনে নির্বাচনে অধিক সংখ্যক সেনা সদস্য এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনী মোতায়েনের জন্য বিএনপি ইসিকে অনুরোধ করবে জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর জোর দিয়েছে।

নজরুল ইসলাম খান আরও জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, সীমানা পুনর্নিধারণ, আচরণবিধি সংশোধন এবং ‘না ভোট’ বিধান নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপি সাধারণ পাসপোর্টধারীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুরোধ জানিয়েছে।

তিনি বলেন, ইসি নির্বাচনী এলাকার ভৌগোলিক অখণ্ডতা, জেলা ও উপজেলার অখণ্ডতা এবং ভোটার সংখ্যাকে মূলনীতি হিসেবে বিবেচনায় নিয়ে সীমানা নির্ধারণের কাজ করছে।

আচরণবিধি সংশোধনের বিষয়ে বিএনপির এ নেতা বলেন, ইসি তাদের প্রস্তাবিত খসড়ার ওপর বিএনপির মতামত নিয়েছে এবং এখন সেটি পর্যালোচনা করছে।

এক প্রশ্নের জবাবে জোটের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও স্বীকার করেন স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম খান।

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ওয়াকিটকি কেনায় অনিয়মের অভিযোগে ডিএনসিসিতে দুদকের অভিযান
ভোটের আগে সংস্কার ও পিআর পদ্ধতি মানতে বাধ্য করা হবে: তাহের
বিদেশে পাচার করা অর্থে গড়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তি
বিএনপি নেতাকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ যুবদলকর্মীদের বিরুদ্ধে
সীমান্তের কাছে আশ্রয় নিয়েছে ৫০ হাজার রোহিঙ্গা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বদলগাছীতে ৫০টি সংখ্যালঘু পরিবারের চলাচলের রাস্তায় বাধা
চট্টগ্রামে পুলিশ ওপর হামলার প্রধান আসামি শাকিল গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার চার ডিম ব্যবসায়ীকে জরিমানা
কেরুজ চিনিকলের আওতায় দেশের প্রথম বর্জ্য পদার্থের জৈব সার কারখানা
ঘুমধুমে রাবার বাগান থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft