সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি
নিউজ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৬:৪৬ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। এমনটাই জানিয়েছেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রবিবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। একই সাথে, সিইসিও জানিয়েছেন যে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচনের প্রায় দুই মাস আগে, অর্থাৎ ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।

এমন পরিস্থিতিতে, নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন সূচি সম্পর্কে জানতে বিএনপির প্রতিনিধি দলটি ইসি ভবনে আসে। বৈঠকের আগে সাংবাদিকদের কাছে নজরুল ইসলাম খান বলেন, তারা নির্বাচন কমিশনের অগ্রগতির বিষয়গুলো জানার চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, আমরা সিইসির কাছে সময় চেয়েছিলাম। তিনি সময় দিয়েছেন।

নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক নতুন কোনো ঘটনা নয়। এর আগেও বিভিন্ন নির্বাচনের আগে বিএনপিসহ অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছে। এসব বৈঠকে সাধারণত নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

অতীতের এসব বৈঠকে প্রায়শই বিভিন্ন রাজনৈতিক দল তাদের দাবি ও সুপারিশ পেশ করেছে এবং নির্বাচন কমিশন সেগুলোর বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। এই বৈঠকটি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির চলমান আলোচনার একটি অংশ।

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ওয়াকিটকি কেনায় অনিয়মের অভিযোগে ডিএনসিসিতে দুদকের অভিযান
ভোটের আগে সংস্কার ও পিআর পদ্ধতি মানতে বাধ্য করা হবে: তাহের
বিদেশে পাচার করা অর্থে গড়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তি
বিএনপি নেতাকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ যুবদলকর্মীদের বিরুদ্ধে
সীমান্তের কাছে আশ্রয় নিয়েছে ৫০ হাজার রোহিঙ্গা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বদলগাছীতে ৫০টি সংখ্যালঘু পরিবারের চলাচলের রাস্তায় বাধা
চট্টগ্রামে পুলিশ ওপর হামলার প্রধান আসামি শাকিল গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার চার ডিম ব্যবসায়ীকে জরিমানা
কেরুজ চিনিকলের আওতায় দেশের প্রথম বর্জ্য পদার্থের জৈব সার কারখানা
ঘুমধুমে রাবার বাগান থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft