সিলেটে বাসাবাড়িতেও মিলছে লুট করা পাথর, ২ লাখ ঘনফুট উদ্ধার
সিলেট ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৭:১৬ পিএম
সিলেট সদর উপজেলার সাদাপাথর এলাকা থেকে অবৈধভাবে লুট করা বিপুল পরিমাণ পাথর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া অভিযানে প্রায় ২ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পর্যটনকেন্দ্র সাদাপাথরসহ বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর লুটপাট করা হয়। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু করা হয়। অভিযান চলাকালে সাদাপাথরের বিভিন্নস্থানে মাটি চাপা দেওয়া ও লুকানো অবস্থায় পাথর পাওয়া যায়, যা ধলাই নদীতে ফেলে দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ বলেন, আমরা বহুদিন ধরে দেখছি, রাতের অন্ধকারে ট্রাক আর নৌকায় করে এখানে পাথর পাচার হয়। এভাবে চলতে থাকলে সাদাপাথরের সৌন্দর্য একদিন হারিয়ে যাবে। প্রশাসনের এই উদ্যোগে আমরা খুশি। তবে শুধু অভিযান নয়, এর সঙ্গে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনা উচিত।

এছাড়া সদর উপজেলায় বিভিন্ন ক্রাশার মিলেছে এবং স্থানীয় বসতবাড়িতে সাদাপাথর এনে লুকিয়ে রাখা হয়েছিল। অভিযান চালিয়ে এসব স্থান থেকেও উল্লেখযোগ্য পরিমাণ পাথর উদ্ধার করা হয়।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াত বলেন, এখন পর্যন্ত আমরা প্রায় ২০-২৫টি বাড়ি থেকে পাথর উদ্ধার করেছি। সেগুলো এখনও মাপা হয়নি। বিভিন্ন ক্রাশার মিল থেকে প্রায় ২ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছি। শুধু তাই নয়, যেসব বাড়ির মালিকরা এবং যারা এই লুটপাটকাণ্ডে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। অবৈধভাবে লুট হওয়া প্রাকৃতিক সম্পদ উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে: স্বাস্থ্য উপদেষ্টা
সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্য ফোরামের আয়োজনে কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা
রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠিয়েছে ঐকমত্য কমিশন
জিশানের ফিফটিতে বাংলাদেশের প্রথম জয়
৬৩ বছরে রক লেজেন্ড আইয়ুব বাচ্চু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আর্চ ব্রিজের কাজে ধীরগতি, জগন্নাথপুরে মানববন্ধন
চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীর ওপর বিএনপি নেতার হামলা
আপনারা কি ওষুধ কোম্পানির দালাল, ডাক্তারদের উদ্দেশে আইন উপদেষ্টা
উলিপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে চার হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
গাজীপুরে প্রয়াত সাংবাদিক তুহিন স্মরণে দোয়া মাহফিল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft