প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৬:১৬ পিএম

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।
ওসি বলেন, ‘জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পাই বসুন্ধরার ‘ই’ ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটের একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে চার শ্রমিক প্রবেশ করার পর আর বের হচ্ছিলেন না। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভেতরে তিনজন মারা গেছেন এবং একজন জীবিত অবস্থায় আছেন। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, মৃত শ্রমিকরা ভবনের নির্মাণকাজে যুক্ত ছিলেন। বাঁশ ও খুঁটি খোলার কাজে তারা পানির ট্যাংকিতে নামেন। ভবনটির একতলার কাজ শেষ হয়েছে, দোতলার কাজ শুরুর প্রস্তুতি চলছিল।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
আজকালের খবর/ওআর