আনিসুল-তাপস-হারুনসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১১:৫৯ পিএম
সুপ্রিম কোর্টে ভোট ডাকাতি, বিএনপির আইনজীবীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক আইনমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র, সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও সাবেক ডিবি প্রধানসহ ৭৫ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের হয়েছে।

২০২৩ সালের ১৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ১৬ মার্চ রাত সাড়ে ১১টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিপন্থি আইনজীবীদের হত্যাচেষ্টা, হামলা ও হুমকি প্রদানসহ বিভিন্ন ফৌজদারি অপরাধ সংঘটনের অভিযোগে বুধবার (১৩ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে সুপ্রিম কোর্টের বিএনপিপন্থি আইনজীবী বিষয়টি নিশ্চিত করেন।

সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক ছাড়াও মামলায় সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সাবেক অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সাবেক সভাপতি মো. মোমতাজ ফকির, সাবেক সম্পাদক আব্দুন নূর দুলাল, সম্পাদক শাহ মুঞ্জুরুল হক, রমনা জোনের সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মোরশেদ, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী, অ্যাডভোকেট আবু সাইদ সাগর, অ্যাডভোকেট ওজি উল্লাহ, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, তৎকালীন ডিসি রমনা মোহাম্মদ মুমিনসহ ৭৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া আরও প্রায় দেড়শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।



আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে নেই: প্রধান উপদেষ্টা
হুমায়ুনের সমাধি কমপ্লেক্সের গম্বুজ ধসে নিহত ৫, বহু হতাহতের শঙ্কা
সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসিতে ১৫৯৬ আপত্তি
এক বছর পরও প্রকাশ পায়নি উপদেষ্টাদের সম্পদ ও আয়ের হিসাব
সংস্কার করে লাভ কী হয়েছে? প্রশ্ন রিজভীর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সংশ্লিষ্টদের চরম ভোগান্তি
১৫ আগস্ট ঘিরে কড়া নিরাপত্তায় ধানমন্ডি ৩২
উলিপুরের দুর্গম চরাঞ্চলে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠক, গ্রেপ্তার এক
জামিনে মুক্ত হলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী
শোকাবহ ১৫ আগস্ট আজ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft