ঢাকায় চিহ্নিত মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৯:৫৪ এএম
রাজধানীতে চিহ্নিত মাদক কারবারিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও বসিলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নাসিম (৪৫), কালু (৫০) ও আসিফ (২৫)। 

বিষয়টি নিশ্চিত করে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, প্রথমে সেনাবাহিনীর গোয়েন্দা দল বসিলা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা লেনদেনের সময় কালু ও আসিফকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক কারবারের প্রধান নাসিমকে তার বাসা থেকে আরও ১৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, নাসিমকে ধরতে এর আগেও একাধিকবার চেষ্টা চালানো হলেও আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পে প্রবেশ করলেই আগাম খবর পেয়ে তিনি পালিয়ে যেতেন। এবার সেনাবাহিনীর বিশেষ কৌশলে পালানোর সুযোগ পাননি নাসিম। 

সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, তল্লাশিতে নাসিমের বাসা ও আশেপাশে থেকে তিনটি সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়। এই ক্যামেরাগুলো মোবাইলের সঙ্গে সংযুক্ত ছিল। এ ছাড়া তাদের কাছ থেকে আটটি অ্যান্ড্রয়েড ফোন ও পাঁচটি বাটন ফোন উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এই ক্যামেরাগুলোর মাধ্যমে নাসিম দূর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি নজরদারি করতেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার জন্য রাতে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ফিরছেন কুমার বিশ্বজিৎ
শর্তসাপেক্ষে অভিনয়ে ফিরবেন আশীষ বিদ্যার্থী
মুক্তি পেল অজয় দেবের ‘ফেরারী পাখি’
তিতাস নদীর মাছ; একাল-সেকাল
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাজীপুরে সাংবাদিক হত্যা: সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪
বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় তারেক রহমানের
ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার
সাংবাদিক হত্যার বিচার দাবিতে বরগুনায় মানববন্ধন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নের’ নিন্দা ২০২ শিক্ষকের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft