প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১১:০০ এএম

কুড়িগ্রামের উলিপুরে সমাজসেবা কর্মকর্তা পরিচয় দানকারী এক যুবককে আটক করেছে জনতা। জানাগেছে ওই যুবক দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামগঞ্জে গিয়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সরকারি সহায়তার আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে এন আই ডি কার্ড ছবি ও তথ্য সংগ্রহ করে প্রতারনা করে অর্থ হাতিয়ে আসছিল।
দীর্ঘদিন পর অবশেষে ৭ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বুড়া বুড়ি ইউনিয়নের ছাট পাড়া গ্রামে মানুষজনের কাছ থেকে আইডি কার্ড নেয়ার সময় তার গতিবিধি সন্দেহ জনক মনে হলে স্থানীয়রা ওই প্রতারককে আটক করে। প্রতারক ওই যুবকের নাম মাইনুল ইসলাম (২২) সে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের কিশামত মালতিবাড়ি এলাকার নুর হোসেনের ছেলে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাইনুল ইসলাম নিজেকে সমাজসেবা অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে বেড়াতেন। তিনি দরিদ্র ও অসহায় মানুষের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, ছবি এবং অন্যান্য তথ্য সংগ্রহ করে তাদের বিভিন্ন ভাতা ও সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিতেন।
বিনিময়ে তিনি মোটা অঙ্কের অর্থ আদায় করতেন। দীর্ঘদিন ধরে সে মানুষজনের এভাবে প্রতারণা করে আসছে।চতুর এ প্রতারকের প্রতারণার বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাকে ধরে ফেলেন। পরে স্থানীয়রা সমাজসেবা কর্মকর্তার সহায়তা তাকে সমাজসেবা কার্যালয় নিয়ে আসেন । অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান তাকে জিজ্ঞাসাবাদে প্রতারনার সত্যতা পান। তাৎক্ষণিকভাবে ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহাকে জানান ,ও উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমানকে বিষয়টি অবহিত করা হলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে বুড়াবুড়ি ইউনিয়নে নিয়জিত সমাজসেবা কর্মচারী বিপুল মিয়া (৩০), বাদী হয়ে উলিপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
আজকালের খবর/ এমকে