মৌসুমি বায়ুর সক্রিয়তার প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে। আজও সারাদেশে বৃষ্টির আভাস রয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বৃষ্টির পাশাপাশি ভ্যাপসা গরমও থাকতে পারে। যেখানে ভারী বৃষ্টি হবে, সেখানে ভ্যাপসা গরম কম থাকবে। ঢাকায়ও থেমে থেমে বৃষ্টি হতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস টাঙ্গাইলে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস।
আজকালের খবর/ এমকে