প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৩:৩৪ পিএম

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রেখেছে তিতাস। এরই নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল রবিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোনাল বিক্রয় অফিস-মুন্সীগঞ্জ আওতাধীন পশ্চিম মুক্তারপুর, মুন্সীগঞ্জ এলাকায় ৫টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আনুমানিক ২.৫ কি.মি এলাকায় প্রায় ২৫০টি আবাসিক বার্ণারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৩/৪" ব্যাসের আনুমানিক ২০০ ফুট বিতরণ লাইন এবং ৩/৪" ব্যাসের আনুমানিক ২৫০ ফুট সার্ভিস লাইন/পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। অবৈধ বিতরণ/সার্ভিস লাইন উচ্ছেদপূর্বক উৎস পয়েন্ট হতে কিলিং/ ক্যাপিং করা হয়েছে। এ সময় ৩ জন গ্রাহককে ২০,৫০০ টাকা টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও অনুমোদন অতিরিক্ত চুলার জন্য ২টি এবং বকেয়ার জন্য ৩টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
একই দিনে, মো. তারিকুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি এর আঞ্চলিক বিক্রয় বিভাগ- রুপগঞ্জ আওতাধীন বরাব বাসস্ট্যান্ড ও ডহরগাও, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকায় ২টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, প্রথম স্পটে নিউ আল মদিনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির ৩/৪" ডায়া বিশিষ্ট ১টি সোর্স লাইনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং দ্বিতীয় স্পটে আনুমানিক ৩ কি.মি. এলাকার ৭০০ বাড়ির ২০০০টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের পাইপ ১৭০ ফুট পাইপ উচ্ছেদসহ, ১ টি স্টার বার্নার, ২ টি ইন্সপ্রেটর বার্নার, ১ টি প্যাকেজ বার্নার অপসারণ/জব্দ করা হয়েছে। প্রতিটি লাইন সোর্স পয়েন্ট থেকে কিলিং/ক্যাপিং করা হয়েছে। নিউ আল মদিনা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরীর মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন।
এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি এর আঞ্চলিক বিক্রয় বিভাগ- সাভারের বিশেষ অভিযানে মেসার্স রিং শাইন টেক্সটাইল লিঃ এর বকেয়ার কারণে উভয় রানের RMS সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
আজকালের খবর/ওআর