প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২:৪৮ পিএম

ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার মনসাদেবী মন্দিরের পুজো দিতে গিয়ে পদদলিত হয়ে ছয়জন পুণ্যার্থী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।
রবিবার (২৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। সংবাদসংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হরিদ্বারের ওই মন্দিরে পুজো দিতে ভিড় করেছিলেন অনেকে। মন্দিরটি পাহাড়ের কোল ঘেঁষে। সিঁড়ি বেয়ে পৌঁছাতে হয় মন্দিরে। হঠাৎ ওই সিঁড়িতে পুণ্যার্থীদের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। একে অপরের ওপর পড়ে যান। তখনই বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে এএনআই’কে জানিয়েছেন, তিনি খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছেন। সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে উদ্ধারকাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এ ঘটনায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি শোকপ্রকাশ করেছেন। দুঃখপ্রকাশ করে তিনি জানিয়েছেন, স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। একই সঙ্গে সবরকম সাহায্যেরও আশ্বাস দিয়েছেন ধামি।
আজকালের খবর/বিএস