যুক্তরাষ্ট্রে বিমানের জরুরি অবতরণ, অল্পের জন্যে রক্ষা ক্রুসহ ১৬৬ যাত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১০:২৫ এএম
যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় শুক্রবার (২৫ জুলাই) এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট রানওয়ে থেকে উড্ডয়নের সময় হঠাৎই যান্ত্রিক ত্রুটির কারণে থেমে যেতে বাধ্য হয়। এসময় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়া হয় এবং ধোঁয়ায় ভরে যাওয়া কেবিন থেকে যাত্রীদের স্লাইড ব্যবহার করে দ্রুত নামিয়ে নেয়া হয়।

সংবাদমাধ্যম সিএনএন-এর বরাতে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ১৬৮৫, যেটি চার্লট, নর্থ ক্যারোলিনার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা ছিল, সেটি রানওয়েতে গতি নেয়ার সময় বিমানের ল্যান্ডিং গিয়ারে একটি 'কারিগরি সমস্যা' ধরা পড়ে। পাইলটরা সঙ্গে সঙ্গে টেকঅফ বন্ধ করে দেন এবং বিমানে থাকা ১৬০ জন যাত্রী ও ৬ জন ক্রুকে দ্রুত নামিয়ে নেয়া হয়।

ফক্স বিজনেস-এর খবরে বলা হয়েছে, এয়ারবাস এ৩২১ মডেলের সেই উড়োজাহাজে তৎক্ষণাৎ জরুরি সাড়া জাগানো ইউনিট পৌঁছে যায়। ধারণা করা হচ্ছে, ওভারহিটেড ব্রেক থেকেই কেবিনে ধোঁয়া ছড়ায়। যদিও কোনো অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত হয়নি, তবু ধোঁয়ার উপস্থিতি যাত্রীদের মধ্যে ভয় ও আতঙ্ক আরও বাড়িয়ে তোলে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে যাত্রীরা চিৎকার করতে করতে রানওয়েতে নামছেন এবং বিমানের কাছ থেকে দৌঁড়ে সরে যাচ্ছেন। একটি ভিডিওতে দেখা গেছে, বিমানের কেবিন থেকে ঘন ধোঁয়া বেরোচ্ছে-যা যাত্রীদের মধ্যে আগুন লাগার আশঙ্কা আরও বাড়িয়ে তোলে।

ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর সংশ্লিষ্ট রানওয়ের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখে, তবে বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রমে এর বড় কোনো প্রভাব পড়েনি বলে কর্তৃপক্ষ জানায়।

এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলেই প্রাথমিকভাবে জানা গেছে। তবে এমন এক ভয়াবহ পরিস্থিতিতে থাকা যাত্রীরা মানসিকভাবে চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং অল্পের জন্য সবাই প্রাণে বেঁচে যান। যান্ত্রিক ত্রুটির প্রকৃত কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শাহজালালে যাত্রীর সঙ্গে দু’জনকে প্রবেশের সুযোগ, আজ থেকে কার্যকর
সারাদেশে বৈষম্যবিরোধীদের কমিটি স্থগিত
এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, একমত সব দল
একনেক থেকে জুলাই শহীদদের আবাসন প্রকল্প বাদ
চিকিৎসা শেষে বার্ন ইনস্টিটিউট থেকে ছাড় পেল আরো দু’জন, সংকটাপন্ন ৪
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিএনপি নেত্রীর লিফলেট বিতরণ
বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
আশুলিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দোকানে আটকে পালাক্রমে ধর্ষণ, আটক ৩
ইবি শিক্ষার্থী ও সহ-সমন্বয়কের পাল্টাপাল্টি অভিযোগ
চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা-কর্মী বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft