কুমিল্লায় আজ বুধবার বিকেলে নানা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকেল চারটায় পদুয়ার বাজার নূরজাহান হোটেলে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন দলটির প্রতিনিধিরা।
এনসিপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকেল ৫টায় শহীদ মাসুমের কবর জিয়ারত, সাড়ে ৫টায় টমছমব্রিজ থেকে শোক মিছিল শুরু হবে। এ ছাড়া সাড়ে ৬টায় টাউন হল মাঠে সভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা করবেন দলটির নেতাকর্মীরা।জানা গেছে, এই কর্মসূচিতে অংশ নেবেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ আরও অনেকে। সভাপতিত্ব করবেন এনসিপি কুমিল্লা মহানগরের আহ্বায়ক সিরাজুল হক।
আজকালের খবর/ এমকে