মাইলস্টোনের ঘটনায় সরকার দায়িত্বশীল ও মানবিক আচরণ করেনি: নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১২:১১ এএম
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সরকার দায়িত্বশীল ও মানবিক আচরণ করেনি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক বলেন, গতকালের ঘটনায় পুরো জাতি ট্রমাটাইজড। আমরা সেই শোক প্রকাশ করছি গভীরভাবে। কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত যে পরিস্থিতি হয়েছে, এখানে সরকার আরও দায়িত্বশীল ও মানবিক আচরণ করতে পারতো। আমাদের কাছে মনে হয়েছে সরকার দায়িত্বশীল আচরণ না করায় এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আজকে কিন্তু সারাদিনে অনেক ধরনের ঘটনা ঘটেছে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে তিনি বলেন, তারা খুব যৌক্তিক কিছু দাবি উপস্থাপন করেছে এবং এই দাবিগুলো আসলেই দ্রুত সময়ের মধ্যে সরকারের বাস্তবায়ন করা উচিত।

কিছু কিছু উপদেষ্টা দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছে মন্তব্য করে তিনি আরও বলেন, বিশেষ করে শিক্ষা উপদেষ্টা দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন। গতকাল রাত ৩-৪টার সময় আমাদেরকে জানতে হয়েছে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য উপদেষ্টারাও তাকে ফোন দিয়ে পাচ্ছে না। সরকারের নিজেদের মধ্যে সমন্বয় নেই। এটি দেশের একটা ইমারজেন্সি সিচুয়েশন, যেখানে পুরা শিক্ষার্থী ও ছাত্র সমাজ ট্রামাটাইজ এবং ঢাকার শিক্ষার্থীরা ব্যস্ত এই পুরো ঘটনা নিয়ে, সেখানে একটা সিদ্ধান্ত নিতে রাত ৩টা-৪টা বাজলে এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। উপদেষ্টারা দায়িত্বশীল আচরণ করলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না।

তিনি আরও বলেন, গতকাল রাত থেকে লাশ গুম করার এক ধরনের প্রচারণা আমরা দেখছি। এটি নিয়ে সরকারের পক্ষ থেকে সঠিক বক্তব্য আসা উচিত ছিল। ঘটনার সময় ওই স্কুলে কতজন শিক্ষার্থী, স্টাফ, শিক্ষক ছিলেন এবং কতজন হতাহত হয়েছেন এটা সরকারের পক্ষ থেকে প্রকাশ করা উচিত ছিল। যাতে এ ধরনের কোনো গুজব না ছড়ায়।

শিক্ষার্থীসহ সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের প্রতি অনুরোধ জানাচ্ছি তারা যাতে ভুক্তভোগী পরিবার, ছাত্র ও সরকারের পদক্ষেপগুলোর পাশে দাঁড়ায় এবং সহযোগিতা করে। এ উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে কেউ সুযোগ সুবিধা নিতে না পারে।

মাইলস্টোন ট্র্যাজেডির জন্য এনসিপির পদযাত্রা স্থগিত করা হয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী আমরা আমাদের পদযাত্রা এবং অন্যান্য কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানাবো। 

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দুদকের মামলায় খালাস পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি
অপরাধ করলেই যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল, ভবিষ্যতে প্রবেশ নিষিদ্ধ
কুমিল্লায় এনসিপির কর্মসূচি বিকেলে
রক্তদানের আগে পরে যেসব বিষয় মাথায় রাখতে হবে
‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’ বলা সেই পুলিশ কর্তা বরখাস্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, পূর্বেও দিয়েছেন জরিমানা
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের পাশে জালালাবাদ এসোসিয়েশন
কোটালীপাড়ায় প্রাইভেট পড়তে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষিত
বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ছায়াবীথি সোসাইটি স্কুলে বিশেষ দোয়া
ঢাকায় বিমান দুর্ঘটনায় মর্মাহত চীনা পররাষ্ট্রমন্ত্রী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft