মিরপুরে ডাকাতি: সাবেক সেনা কর্মকর্তা ও করপোরালসহ গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১১:১৪ এএম
রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় একটি বাসায় ডাকাতির ঘটনায় সাবেক এক লেফটেন্যান্ট ও এক করপোরালসহ চারজনকে আটক করেছে পুলিশ। 

রবিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ডিওএইচএসের ১১ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। ফ্ল্যাটটির মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর।পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ইফতেখার এবং করপোরাল মুকুল। তাঁদের সঙ্গে আরও দুজন ছিলেন। পাঁচ ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ওই বাসায় ঢোকেন এবং বোরহান নামের এক ব্যক্তিকে খোঁজার কথা বলেন। এরপর তারা বাসার মূল্যবান জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা হারুনুর রশীদ ঘটনাটি সন্দেহজনক মনে করে ডাকাতদের মোটরসাইকেলে ধাওয়া দেন এবং ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন।  তার তৎপরতায় মিরপুর ১২ নম্বরের এনডিসি চেকপোস্টে গাড়িটি আটক করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার তালেবুর রহমান জানান, অভিযুক্ত চারজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে।

পুলিশের দাবি, করপোরাল মুকুল শনিবার মিরপুর ১০ নম্বর এলাকায় হারুনুর রশীদের সঙ্গে পরিচিত হন। হারুন একটি অস্ত্র থাকার তথ্য দিলে করপোরাল মুকুল তাঁকে নিয়ে ঘটনাস্থলে যান।

আটকদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, স্বর্ণ ও হীরার গয়না, ল্যাপটপ, তিনটি ঘড়ি, প্রসাধনী সামগ্রী ও ইয়াবা উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পরিচালক সমিতির ফল উৎসবে নবীন-প্রবীণের মিলন
শনাক্ত হওয়া মরদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে: প্রধান উপদেষ্টার কার্যালয়
তারেক রহমানের নির্দেশে আহতদের দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
পাংশায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী চাঁদাবাজ গ্রেপ্তার
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে পুরান ঢাকার সাবেক কাউন্সিলর হাজী লিয়াকতের পক্ষে মানববন্ধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে চ্যালেঞ্জে বাংলাদেশ
রাজধানীতে বিমান বিধ্বস্তে নিহত ১, বহু আহত
মিরপুরে ডাকাতি: সাবেক সেনা কর্মকর্তা ও করপোরালসহ গ্রেপ্তার ৪
দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা: ব্যারিস্টার সুমন
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft