প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৭:৪৬ পিএম

গত ২১ জুলাই টিপুসুলতান রোড, ওয়ারী ৪১ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলার হাজী লিয়াকত আলীর নামে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বাদ আসর টিপু সুলতান রোডে সলিমুল্লাহ কলেজের সামনে এলাকাবাসী এই মানববন্ধন করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা হাজী লিয়াকতের সমর্থনে বক্তব্য দেন।
মানববন্ধনে প্রচারিত সংবাদকে মিথ্যা দাবি করে লিয়াকত বলেন, আমার বিরেুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সুস্পষ্ট ষড়যন্ত্র। একজন সচেতন নাগরিক হিসেবে আমি কখনই একজন ভাড়াটিয়াকে তালা দিয়ে আটকে রাখতে পারি না। মূলত ওই ভাড়াটিয়া আনোয়ার সাহেবের বাড়িত ভাড়া থাকতো। কিন্তু সময়মতো ভাড়া পরিশোধ না করায় এক পর্যায়ে এক লাখ ১২ হাজার টাকা জিময়ে ফেলে। ভাড়া চাইতে গেলে টালবাহানা করতো এ অবস্থায় বাড়ির মালিক আনোয়ার হোসেন ভাড়া তোলার চেষ্টা করেন, কিন্তু ভাড়াটিয়া না দিলে তিনি নিজ দায়িত্বে নীচ তলায় তালাবদ্ধ করে রাখেন। এক পর্যায়ে কিছু স্থানীয় দুষ্কৃতিকারী দলবল নিয়ে তালাটি ভেঙ্গে ফেলে। তখন বাড়িওয়ালা আনোয়ার সাহেব আমার সরনাপন্ন হন। এক পর্যায়ে উভয়পক্ষকে নিয়ে গত ১২ জুন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে দুই কিস্তিতে ভাড়া পরিশোদের জন্য ভাড়াটিয়াকে বলা হলে তারা মেনে নেন।
তিনি বলেন, “কিন্তু পরিতাপের বিষয় ভাড়াটিয়া নির্ধারিত তারিখে কোনো টাকা তো পরিশোধ করেনই নাই বরং মোবাইল ও ধরেন না। এমতাবস্থায় আনোয়ার সাহের আমাকে জানালে আমি আবারও সেখানে যেয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে। সেখানে তার বোনের সাথে কথা বললে তিনি জানান তার ভাই ফোন ধরেন না। তখন আমি বাড়িওয়ালা আনোয়ার সাহেবকে বলি আপনি নীচ তলায় আপনার ঘরের একটি তালা দিয়ে রাখুন। ভাড়াটিয়ার আসলে টাকা দিলেই তালা খুলে দিবেন নিচতলায় তালা দিলে বাড়ির যাতায়ত পথ খোলা থাকে। এবং আজকে রাতের মধ্যেই ভাড়াটিয়াকে আসতে বলার জন্য তার বোনকে বলে আসি। এই সময়কালে এলাকার কতিপয় স্বৈরাচারীর দোসর আমার প্রতিপক্ষ তাদের পেইড মিডিয়া ডেইলী লাইভ নিউজ২৪) কে ডেকে এনে তালার ভিডিও বিস্তৃতভাবে ধারণ করে। প্রকৃত ঘটনার কোন সুনির্দিষ্টভাবে যাচাই বাছাই না করে তাৎক্ষণিক সোশ্যাল মিডিয়া প্রচার করে দেয়। যা সম্পূর্ণ মিথ্যা, বিদ্বেষপূর্ণ মানহানিকর সংবাদ আকারে প্রকাশ করে যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ”
এমন বিভ্রান্তি আর উদ্দেশ্যমূলক সংবাদে সম্মানহানী হয়েছে উল্লেখ করে মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে লিয়াকত আলী বলেন, আমার সুনাম নষ্ট হওয়ায় শুভাকাংঙ্খী ও এলাকাবাসীর উদ্যোগে আজকের মানববন্ধনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। নীতি নৈতিকতা না মেনে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ব্যক্তির ইমেজকে হেয়প্রতিপন্ন করতে পতিত সরকারের দোসররা যে ষড়যন্ত্র করছেন তা অবশ্যই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রচারিত মিথ্যা ও কুরুচিপূর্ণ সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রত্যাহার এবং ক্ষমা না চাইলে পরবর্তীতে আমি আমার প্রতিপক্ষদের এবং যারা এই ভিডিও শেয়ার করেছে তাদের সকলের বিরুদ্ধে আইসিটি আইনী পদক্ষেপ নিতে বাধ্য থাকবো।
আজকালের খবর/আতে