বাড়িতে ঢুকে গলা কেটে দুই নারীকে হত্যা, শিশু আহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৯:৫০ এএম
বগুড়া সদরের হরিগাড়ী এলাকায় দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, লাইলি খাতুন (৫৫) ও তাঁর ছেলের স্ত্রী হাবিবা বেগম (২১)। এ সময় দুর্বৃত্তদের রামদা’র কোপে আহত হয়েছে লাইলির ১২ বছর বয়সের মেয়ে বন্যা আক্তার। লাইলি খাতুন সদরের হরিখালী ইসলামপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ হত্যার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারা কী কারণে খুন করেছে তা এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে লাইলির বাড়িতে প্রবেশ করে। তারা ঘরে ঢুকে প্রথমে লাইলিকে গলা কেটে হত্যা করে। এরপর তাঁর ছেলে পারভেজ আলমের স্ত্রী হাবিবাকেও গলা কেটে হত্যা করে। এ সময় সেখানে থাকা লাইলির মেয়ে বন্যাকে রাম দা দিয়ে কোপ দেয়। এতে সে গুরুতর আহত হয়।

দুর্বৃত্তরা চলে যাওয়ার পর প্রতিবেশীরা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তবে কী কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রতিবেশীরা তা বলতে পারেননি।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী: আইএসপিআর
গোপালগঞ্জে কারফিউ চলবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত
গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের প্রতিবেদন
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছে সেনাবহিনী
সাভার-আশুলিয়া, চন্দ্রা ও নারায়ণগঞ্জ বন্দর এলাকায় তিতাসের সাঁড়াশি অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জানা গেল গোপালগঞ্জে নিহতদের পরিচয়
ফরিদপুরে এনসিপির সভা এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা
আমরা আবারও গোপালগঞ্জে যাব : নাহিদ ইসলাম
গোপালগঞ্জের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি
তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft