ইউএনএফপিএ’র জরিপ
বিয়ে ও সন্তান গ্রহণে আগ্রহ কমছে তরুণদের
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১০:৩৬ এএম
পেশা, অর্থনৈতিক অবস্থা, ব্যক্তিস্বার্থসহ নানা কারণে বিয়ে ও সন্তান গ্রহণে আগ্রহ কমছে তরুণদের মধ্যে। সম্প্রতি ১৪ দেশের ১৪ হাজার তরুণকে নিয়ে পরিচালিত এক জরিপে এমন চিত্র উঠে এসেছে। জরিপ করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ এবং ইউ গভ সার্ভে।

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় এ তথ্য জানানো হয়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব জনসংখ্যা এভাবে হ্রাস পেতে থাকলে একসময় তা বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত স্টেট অব ওয়ার্ল্ভ্র পপুলেশন রিপোর্টে বলা হয়েছে, বিশ্বব্যাপী জনসংখ্যা আট বিলিয়নের নিচে নেমে আসাও সমস্যা নয়। প্রকৃত সমস্যা হলো, প্রজনন হারে প্রভাব পড়া। এর ফলে বিশ্বের এক বৃহৎ জনগোষ্ঠী সন্তান ধারণের সুযোগ অথবা আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘ক্ষমতায়নের পূর্বশর্ত হলো অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন। আর্থিকভাবে সক্ষম হলে ক্ষমতায়নের পথ সহজ হয়। একটি সম্ভাবনাময়, ন্যায্য বিশ্ব গড়তে হলে আমাদের সমতা অর্জন করতে হবে।
এই লক্ষ্য বাস্তবায়নে যত বাধা আছে, তা আমাদের ঝেরে ফেলতে হবে।’ উপদেষ্টা আরো বলেন, ‘আমরা পছন্দের পরিবার গড়ার জন্য তারুণ্যের ক্ষমতায়নের কথা বলছি। কিন্তু এর জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা, সহায়ক পরিবেশ এবং সচেতনতা। তরুণদের উপযুক্তভাবে প্রস্তুত করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’ জরিপে দেখা গেছে, একাধিক সন্তান নেওয়ার ইচ্ছা থাকলেও তা বাস্তবে রূপ পায় না।

মূলত অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণেই প্রায় অর্ধেকেরও বেশি তরুণ পছন্দের সংখ্যা অনুযায়ী সন্তান গ্রহণে সক্ষম হয় না। প্রতি চারজনে একজন পছন্দমতো সময়ে সন্তান নিতে চেয়ে ব্যর্থ হয়েছে। ফলে তাদের ৪০ শতাংশ পরবর্তী সময়ে সন্তান ধারণের আকাঙ্ক্ষাকে বাদ দিতে বাধ্য হয়েছে। প্রায় ১৩ শতাংশ তরুণের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং পরে সন্তান চেয়েও ব্যর্থ হয়েছে। ১৪ শতাংশ তরুণ উপযুক্ত সঙ্গীর অভাবে সন্তান নিতে পারে না। ১৮ শতাংশ মানুষের পরিবার পরিকল্পনা অথবা প্রজনন স্বাস্থ্যসেবা পাওয়ার কোনো সুযোগ নেই।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘রাষ্ট্র বিনির্মাণে তরুণসমাজের ভূমিকা কী হতে পারে, তা জাতি দেখেছে। তরুণরাই জাতির ভবিষ্যৎ। যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং রোবটিকসের উন্নতি হচ্ছে, তার প্রভাব পড়বে জীবনের নানা ক্ষেত্রে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে।’

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, বিশ্বের জনসংখ্যা ৮২৩ কোটি ৪৫ লাখ ২৪ হাজার ৭৫০। সর্বশেষ পাঁচ মিনিটে বিশ্বে এক হাজার ২৫০ শিশু জন্মগ্রহণ করেছে এবং এক হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। ধারণা করা হয়, এ সংখ্যা এক হাজার কোটিতে পৌঁছবে ২০৫৬ সালে। এক হাজার ৯০ কোটিতে পৌঁছবে ২০৯৮ সালে। এর পর থেকে এ সংখ্যা কমবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ। ধন্যবাদ জ্ঞাপন করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (জনসংখ্যা, পরিবার কল্যাণ ও আইন অনুবিভাগ) জোবায়দা বেগম। সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী। অনুষ্ঠান শেষে জাতীয় পর্যায়ে ১০টি ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঢাকা-জারিয়া ইন্টারসিটি চালুর দাবি
ব্রি-তে ‘জুলাই শহীদ দিবস’ পালিত
গভীর শ্রদ্ধায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালন
বদলগাছীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
‘গোপালগঞ্জের পরিস্থিতি ধৈর্যের সাথে সামলানোর চেষ্টা করছে পুলিশ’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভয় কিসের? আমরাও সাংবাদিক ডেকে নিউজ করাব: জুনিয়রদেরকে নাহিদ
গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেড
গোপালগঞ্জে অবরোধ, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতা আটক
এবার গোপালগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরে হামলা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft