প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১:৪৯ পিএম

নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটানো হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা, সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি বলেন, এখন থেকে কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই। সরকার সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞ। প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কঠোর নির্দেশনা দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো অবহেলা সহ্য করা হবে না। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি ঘটবে।
নির্বাচন কাভারেজে সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এবার সাংবাদিকরা পূর্বের মতো প্রতিবন্ধকতার মুখে পড়বেন না। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সাংবাদিকরা কোথাও বাধার মুখে পড়লে, তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে পারবেন।
প্রেস উইং আরও জানায়, নির্বাচন পরিচালনায় যারা পূর্বে অনিয়মে জড়িত ছিলেন, তাদের বাদ দিয়ে যোগ্য ও সৎ কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে যুক্ত করা হচ্ছে। সাংবাদিক পাস ব্যবহার করে রাজনৈতিক কর্মীরা যেন ভোটকেন্দ্রে প্রবেশ করতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারি থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা ও রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার।
আজকালের খবর/বিএস