প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৪:৪৫ পিএম

স্ত্রীর জন্মদিনের সকাল। রান্নাঘরে দাঁড়িয়ে মায়ের জন্য বিশেষ খাবার প্রস্তুত করছিলেন জাতীয় স্তরের টেনিস তারকা রাধিকা যাদব। কিন্তু সেই শুভ দিনেই ঘটে গেল ভয়াবহ এক ঘটনা রান্নাঘরেই গুলি করে তাকে খুন করলেন তার বাবা দীপক যাদব। পরপর তিনটি গুলি ছোড়া হয়। মাটিতে লুটিয়ে পড়েন ২৫ বছরের রাধিকা।
বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ে ১১৩ নম্বরে থাকা রাধিকা চোট পাওয়ার পর পেশাদার খেলা ছেড়ে দিয়েছিলেন। তবে টেনিস ছাড়েননি খুলেছিলেন একটি নিজস্ব টেনিস অ্যাকাডেমি। পেয়েছিলেন ১৮টি সোনার মেডেল। শুরু করেছিলেন মিউজিক ভিডিও বানানোও। কিন্তু মেয়ের এই স্বাধীনতা ও সাফল্য মানতে পারেননি তার বাবা।
এফআইআরে নিজের অপরাধ কবুল করেছেন দীপক যাদব। জানিয়েছেন, মেয়ের রোজগারে সংসার চলায় গ্রামে তাকে নিত্যদিন অপমান ও খোঁটা শুনতে হত“মেয়ের টাকায় খাচ্ছ, বসে বসে দিন কাটাচ্ছ!” এ নিয়ে হীনমন্যতায় ভুগতে শুরু করেন দীপক। মেয়ের খ্যাতি, স্বাধীনচেতা ভাবমূর্তি এবং নিজের সিদ্ধান্তে চলা সবই ছিল তার সহ্যের বাইরে।
পরিবারের এক সদস্য জানিয়েছেন, মেয়ের টেনিস অ্যাকাডেমি খোলা ও মিউজিক ভিডিও বানানো নিয়েও আপত্তি ছিল দীপকের। বারবার মেয়েকে বলতেন অ্যাকাডেমি বন্ধ করে দিতে। কিন্তু রাধিকা ছিলেন অটল। সেই বিরোধই শেষমেশ রূপ নেয় হত্যাকাণ্ডে।
রাধিকাকে খুনের ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোক ও ধিক্কারের স্রোত। এক প্রতিভাবান ক্রীড়াবিদকে এভাবে হারানোয় হতবাক ক্রীড়ামহল। পুলিশ দীপক যাদবকে গ্রেফতার করেছে। মামলার তদন্ত চলছে।
আজকালের খবর/বিএস