টেকনাফে বন্যা দুর্গতদের পাশে র‌্যাব-১৫, শাহপরীর দ্বীপে ত্রাণ বিতরণ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৫:৫৩ পিএম
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় বিপর্যস্ত কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে র‌্যাব-১৫।

সাম্প্রতিক প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে টেকনাফের সীমান্তবর্তী এলাকাগুলোতে পানি ঢুকে পড়ে। এতে জালিয়াপাড়ার অসংখ্য জেলে পরিবার ও প্রান্তিক আয়ের মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েন। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে র‌্যাব-১৫ নিয়মিত মনিটরিং ও জরুরি সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫ এর একটি টিম বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায় মানবিক ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

ত্রাণ বিতরণের সময় দুর্গতদের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানির বোতলসহ বিভিন্ন জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়।

এসময় ত্রাণ পেয়ে আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। স্থানীয়রা বলেন, বাড়িতে দু'দিন ধরে রান্না হয়নি, ছোট ছোট বাচ্চারা না খেয়ে কাঁদছিল। আল্লাহর রহমতে আজ র‌্যাব এসে যা দিল, তা আমাদের অনেক উপকারে আসবে।

তারা আরও বলেন, এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, র‌্যাব এসে আমাদের দিকে হাত বাড়িয়েছে। এ উপকার কোনোদিন ভোলা যাবে না।

র‌্যাবের এই উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলেও উল্লেখ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, শুধু আইন-শৃঙ্খলা রক্ষা নয়, মানবিক কাজেও র‌্যাব যে অগ্রণী ভূমিকা রাখে, এটা তারই উদাহরণ।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পুলিশকে মারধর করে হাতকড়াসহ পালালো বিএনপি নেতা
বিএসসি নার্সিংয়ের সমুদয় পরীক্ষা স্থগিত করেছেন হাইকোর্ট
নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
ইন্টারনেটের গতি বৃদ্ধি ও দাম কমাতে কাজ চলছে: ফয়েজ আহমদ
চুরির পর কক্সবাজারে পুলিশের স্ত্রীকে ধর্ষণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনসিপি’র নেতা
ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে : আলী রীয়াজ
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নিবন্ধন চেয়ে আবেদনকারী ১৪৪টি দলই প্রাথমিক বাছাইয়ে ফেল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft