জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘শাপলা ছাড়া বিকল্প কিছু রাখি নাই এবং আর বি অপশন নাই। আমরা আইনগত ভাবে শাপলা প্রতীকের কোনো বাঁধা সৃষ্টি দেখছি না তবে কোনো দলের দাস হিসেবে নির্বাচন কমিশনারকে বাঁধা হিসেবে দেখছি। আমরা দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই শাপলা এনসিপির হবে।’
বুধবার (৯ জুলাই) রাত ১১ টায় ইসির শাপলা প্রতীক না দেওয়ার নীতিগত সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে পূর্বঘোষিত জুলাই পদযাত্রার অংশ হিসেবে উপস্থিত হন প্রতিনিধি দল। এসময় সাংবাদিকদের উদ্দেশ্য তিনি জানান, ‘আমরা শাপলা নিয়ে প্রথম থেকে যখন এপ্লাই করেছিলাম, তখন নির্দিষ্ট একটা দল বট বাহিনী প্রোপাগাণ্ডা চালিয়েছে, মূলত জাতীয় প্রতীকে ধানের শীষ, শাপলা, তারকা রয়েছে। যারা সেইসময় ফেসবুকে প্রোপাগাণ্ডা চালিয়েছিল, একই কথা নির্বাচন কমিশনের মুখ দিয়ে আজকে বের হয়েছে।’
তিনি নির্বাচন কমিশনারের সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, ‘আমরা শুরু থেকে বলে আসছি নির্বাচন কমিশনার একটা দলের পক্ষে কাজ করছে। এই নির্বাচন কমিশনার পুনর্গঠন করতে হবে এবং তাদের দ্বারা বাংলাদেশে নির্বাচন অসম্ভব। নির্বাচন কমিশনার লন্ডনের ভাষায় কথা বলেতেছে। আমরা রাজপথে মুকাবিলা করবো।’
আজকালের খবর/ এমকে