প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৭:৫৭ পিএম

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসমূহ পরিদর্শন করেছেন ঢাকাস্থ স্পেন দূতাবাসের এক সাংবাদিক প্রতিনিধি দল।
বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় চার সদস্যবিশিষ্ট এই প্রতিনিধি দলটি উখিয়ার ক্যাম্প এলাকায় প্রবেশ করেন। তারা জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর অর্থায়নে পরিচালিত বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রতিনিধি দলে ছিলেন- সাংবাদিক জেনি তোরেস কাস্ত্রো, চিত্রগ্রাহক আলভারো রদ্রিগেজ দে লা রুয়া, আলোকচিত্রী স্যামুয়েল সানচেজ দিয়াস এবং প্রতিবেদক হুয়ান আন্তোনিও আউনিওন বোরেগুয়েরো।
আরআরআরসি অফিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় তারা ক্যাম্প-২ (পূর্ব) এর বি-৭ ব্লকে ইউএনএইচসিআর-এর অর্থায়নে এনজিও ফোরামের তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রশিক্ষণ ও উৎপাদন কেন্দ্র’ পরিদর্শন করেন। এ সময় ইউএনএইচসিআর-এর এক কর্মকর্তা তাদের কেন্দ্রের কার্যক্রম, দক্ষতা উন্নয়ন কোর্স এবং প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।
পরে প্রতিনিধি দলটি ১১টায় ক্যাম্প-১১ এর এ-৬ ব্লকে ইউনিসেফের অর্থায়নে পরিচালিত ‘শিক্ষাকেন্দ্র ও শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র’ (অষ্টম ও নবম শ্রেণি) পরিদর্শন করেন। সেখানে কর্তব্যরত এক শিক্ষক পাঠ্যসূচি ও পাঠদান পদ্ধতি সম্পর্কে তাদের ব্রিফ করেন।
পরবর্তী সময়ে দলটি ‘রোজ লার্নিং সেন্টার’, ‘শিখন লার্নিং সেন্টার’ ও ‘মেরিন লার্নিং সেন্টার’ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
দুপুর ১২টায় প্রতিনিধি দল ক্যাম্প-১৮ এর এইচ-৬২ ব্লকে ইউনিসেফের অর্থায়নে কোডেক পরিচালিত ‘সান লার্নিং সেন্টার’ পরিদর্শন করেন। সেখানে তারা শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং জানতে পারেন চলমান অর্থ সংকটের কারণে বহু শিক্ষাকেন্দ্র বন্ধ হয়ে গেছে।
দলটি দুপুর ১টা ৪৫ মিনিটে ক্যাম্প এলাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন।
প্রতিনিধি দল জানান, রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা কার্যক্রমে অর্থায়নের ঘাটতি মারাত্মক রূপ নিয়েছে, যা পুরো একটি প্রজন্মের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে তারা একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করবেন, যেখানে ভবিষ্যতে এসব কার্যক্রম পুনরায় চালু রাখতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের সুপারিশ থাকবে।
আজকালের খবর/বিএস