যশোরে রেস্ট হাউসে ওসিকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১১:৪০ এএম
যশোরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রেস্ট হাউসে স্ত্রী পরিচয়ে নারী সঙ্গী নিয়ে অবস্থানকারী ঝিনাইদহের মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামের সঙ্গে হাঙ্গামার ঘটনায় যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম হাসান সনিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি একইসঙ্গে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও রয়েছেন।

সোমবার (৭ জুলাই) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক ওসমান গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে যশোর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম হাসান সনিকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

এছাড়া দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজেদুর রহমান সাগর বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তিনি বলেন, দলের কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার জন্য কোনো ছাড় নেই।

এর আগে ৩০ জুন সন্ধ্যায় যশোর পাউবোর পুরনো রেস্ট হাউসের কপোতাক্ষ কক্ষে ওসি সাইফুল ইসলাম এক নারী সঙ্গীকে নিয়ে ওঠেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তিনি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সেখানে প্রবেশ করেন। খবর পেয়ে ছাত্রদল নেতা সনি দলবল নিয়ে সেখানে হাজির হন। এরপর রেস্ট হাউসের কক্ষের দরজায় ধাক্কাধাক্কি, বাগ্‌বিতণ্ডা, ধস্তাধস্তি ও ভাঙচুর হয়।

এই ঘটনার জেরে ঝিনাইদহের ওসি সাইফুল ইসলামকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয় এবং ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে জেলা পুলিশ।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচনে অংশ নেবেন
১৪ বছর পূর্তিতে গাজীপুর প্রেস ক্লাবে মাছরাঙ্গা টেলিভিশনের আলোচনাসভা ও বৃক্ষরোপণ
সেই রাজ্জাকের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার: ডিএমপি
চট্টগ্রাম খুলশীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় জিডি
এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডিমলায় মিনি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে কোটি টাকার মালামাল ভষ্মীভূত
গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে: প্রধান উপদেষ্টা
চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গিয়াস কাদেরের পদ স্থগিত
যৌথ কৃষি গবেষণায় অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ আফ্রিকান প্রতিনিধিদলের
জুলাই হত্যাকাণ্ডের বিচার ও জরুরি সংস্কার চায় বিএনপি: ফখরুল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft