উড্ডয়নের ঠিক আগমুহূর্তে লুটিয়ে পড়লেন পাইলট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১০:৪৩ এএম
দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের পাইলট উড্ডয়নের ঠিক আগমুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার ভোরে বেঙ্গালুরু বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।

ঘটনার পর পরই অসুস্থ পাইলটকে দ্রুত স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে তিনি হঠাৎ লুটিয়ে পড়েন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ওইদিন ভোরে এআই ২৪১৪ নম্বর ফ্লাইটটি দিল্লির উদ্দেশে যাত্রার কথা ছিল। কিন্তু দায়িত্বপ্রাপ্ত পাইলটের হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটায় তিনি ফ্লাইট পরিচালনা করতে পারেননি। পরে আরেকজন পাইলট দায়িত্ব গ্রহণ করে যাত্রীদের নিয়ে বিমানটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে উড্ডয়ন করে।

এ ঘটনায় কিছু সময়ের জন্য যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও বিকল্প পাইলট দিয়ে ফ্লাইট পরিচালনা করায় স্বস্তি ফেরে। বিমানটি শেষ পর্যন্ত নিরাপদেই দিল্লিতে পৌঁছায়।

বিমান সংস্থাটি আরও জানায়, বর্তমানে ওই পাইটল স্থিতিশীল আছেন এবং হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সূত্র: এনডিটিভি

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ডাকসুতে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা
৩ আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা
পাংশায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন
উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৩৫
রোহিঙ্গাদের ওপর যুদ্ধাপরাধ, আরাকান আর্মির বিরুদ্ধে আইসিসিকে তদন্তের আহ্বান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্বনাথের সুমেল হত্যা মামলায় যুক্তরাজ্য প্রবাসীসহ ৮ জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রাম খুলশীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় জিডি
গাজীপুর সিটির হাড়িনাল এলাকায় সড়কের বেহাল দশা, দুর্ভোগে নগরবাসী
গাজীপুর জেলায় আসন বাড়বে, কমবে বাগেরহাটে
তিস্তার পানি কমছে, নদীপাড়ে স্বস্তি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft