প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৬:০৮ পিএম

আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, তাই নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আর এজন্য এখন থেকেই খালদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর- সিরাজদিখান) বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শুক্রবার সিরাজদিখানের বাসাইলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডিন্টে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মীর সরফত আলী সপু তার বক্তব্যে বলেন, “বিগত সময়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, তাই নেতাকর্মীদের আহ্বান জানাই এবার সব ষড়যন্ত্র রুখে দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আগামীর বাংলাদেশকে শক্তিশালী করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেমে উদ্বুব্ধ হতে হবেও বলে তিনি মন্তব্য করেন। আর তােই আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, তাই নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।”
বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টিটুর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহিদুল কবীর, নবগঠিত মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, মোঃ জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ নুরুজ্জামাল সিকদার, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা, সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আলমগীর আলম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শামীম ইমাম সাচ্চু।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক সদস্য হাসান আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সদস্য নাছির খান, বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুর মাঝি, বাসাইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জনি গাজী, রিফাত ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আতিক, বাসাইল মৎস্যজীবী দলের সভাপতি মো. আলাউদ্দিন ভূঁইয়া, থানা শ্রমিক দলের সভাপতি নাফিজ খান এবং নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি মনির উজ্জামান পিন্টুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজকালের খবর/আতে