খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে: মীর সরফত আলী সপু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৬:০৮ পিএম
আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, তাই নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আর এজন্য এখন থেকেই খালদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর- সিরাজদিখান) বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

শুক্রবার সিরাজদিখানের বাসাইলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডিন্টে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

মীর সরফত আলী সপু তার বক্তব্যে বলেন, “বিগত সময়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, তাই নেতাকর্মীদের আহ্বান জানাই এবার সব ষড়যন্ত্র রুখে দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আগামীর বাংলাদেশকে শক্তিশালী করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেমে উদ্বুব্ধ হতে হবেও বলে তিনি মন্তব্য করেন। আর তােই আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, তাই নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।”

বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টিটুর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহিদুল কবীর, নবগঠিত মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, মোঃ জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ নুরুজ্জামাল সিকদার, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা, সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আলমগীর আলম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শামীম ইমাম সাচ্চু। 

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক সদস্য হাসান আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সদস্য নাছির খান, বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুর মাঝি, বাসাইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জনি গাজী, রিফাত ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আতিক, বাসাইল মৎস্যজীবী দলের সভাপতি মো. আলাউদ্দিন ভূঁইয়া, থানা শ্রমিক দলের সভাপতি নাফিজ খান এবং নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি মনির উজ্জামান পিন্টুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সন্ধ্যার মধ্যে ৪ বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট উপস্থাপন: প্রেস উইং
দেশে ফিরে ‘বউ পছন্দ না হওয়ায়’ যুবকের কাণ্ড!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মটা এখন বৈষম্য সৃষ্টির প্লাটফর্ম
৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে: মাহফুজ আলম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন যুবদল নেতা সরদার মোহাম্মদ
আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া কে এই মেজর সাদিক?
টেকনাফে দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার
জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
ইবিতে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছেন মাহমুদুর রহমান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft