আগামী অর্থবছরে মূল্যস্ফীতি কমে ৫.২ শতাংশে নামবে: আইএমএফ
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১০:৫৩ পিএম
আজ (২২ এপ্রিল) প্রকাশিত আইএমএফ-এর ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’-এর সর্বশেষ সংস্করণে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি ১০ শতাংশে পৌঁছালেও— আগামী অর্থবছরে তা কমে ৫.২ শতাংশে নেমে আসবে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরে  বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৮ শতাংশে অপরিবর্তিত রেখেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), যা তাদের গত ডিসেম্বরের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অবশ্য সামনের সময়কে আরও ইতিবাচক দেখছে সংস্থাটি। ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।

আজ (২২ এপ্রিল) প্রকাশিত আইএমএফ-এর 'ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক'-এর সর্বশেষ সংস্করণে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি ১০ শতাংশে পৌঁছালেও— আগামী অর্থবছরে তা কমে ৫.২ শতাংশে নেমে আসবে।

২০২৪-২৫ অর্থবছরের জন্য মূল্যস্ফীতির পূর্বাভাস গত ডিসেম্বরে প্রকাশিত ১১ শতাংশের তুলনায় কমানো হয়েছে।

আইএমএফ-এর এই পূর্বাভাসের আগে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের সাম্প্রতিক 'এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও)'-এ জানিয়েছে, বাংলাদেশের অর্থনীতি চলতি অর্থবছরে মাত্র ৩.৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে, যা ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে ৫.১ শতাংশে পৌঁছাবে।

এডিবি আরও জানিয়েছে, বাংলাদেশের ১২ মাসের গড় মূল্যস্ফীতি ২০২৪-২৫ অর্থবছরে আরও বেড়ে ১০.২ শতাংশে পৌঁছাতে পারে, যা পরবর্তী অর্থবছরে কমে ৮ শতাংশে নামবে।

ম্যানিলাভিত্তিক সংস্থাটি বলেছে, বাজারে পর্যাপ্ত প্রতিযোগিতার অভাব, নীতিগত দুর্বলতা, তথ্যের ঘাটতি, সরবরাহ চেইনে সীমাবদ্ধতা এবং টাকার অবমূল্যায়নের কারণে পাইকারী বাজারের অদক্ষতা দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতিকে আরও জটিল করে তুলছে।

গত বছরের ডিসেম্বর মাসে সরকার চলতি অর্থবছরের জন্য দেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৭৫ শতাংশ থেকে কমিয়ে ৫.২৫ শতাংশ নির্ধারণ করে। চলমান আর্থিক সংকট, ব্যবসায় স্থবিরতা এবং সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় নিয়ে এই সংশোধন করা হয়।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ওয়াকিটকি কেনায় অনিয়মের অভিযোগে ডিএনসিসিতে দুদকের অভিযান
ভোটের আগে সংস্কার ও পিআর পদ্ধতি মানতে বাধ্য করা হবে: তাহের
বিদেশে পাচার করা অর্থে গড়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তি
বিএনপি নেতাকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ যুবদলকর্মীদের বিরুদ্ধে
সীমান্তের কাছে আশ্রয় নিয়েছে ৫০ হাজার রোহিঙ্গা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বদলগাছীতে ৫০টি সংখ্যালঘু পরিবারের চলাচলের রাস্তায় বাধা
চট্টগ্রামে পুলিশ ওপর হামলার প্রধান আসামি শাকিল গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার চার ডিম ব্যবসায়ীকে জরিমানা
কেরুজ চিনিকলের আওতায় দেশের প্রথম বর্জ্য পদার্থের জৈব সার কারখানা
ঘুমধুমে রাবার বাগান থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft