প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১১:৪৬ পিএম

ঢাকা আরবান ডিভিশনের, ঢাকা-১ অঞ্চলের গুলশান এলাকার আওতাধীন গুলশান শাখার নিকেতন বাজারে মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যেগে " বিনামুল্যে চক্ষু পরীক্ষার ক্যাম্প" পরিচালনা করা হয় যাদের ১০০% নারী এবং গার্মেন্টস কর্মী।
২৩৭ জন নারীর চোখ পরীক্ষা করে ২১০ জনের চোখে বিভিন্ন ধরনের সমস্যা পাওয়া যায় যা মোট পরীক্ষার ৮৯%।
এদের মধ্যে ১৯৭ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় বাকীদের ওষধসহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। উক্ত ক্যাম্প পরিচালনায় উপস্থিত ছিলেন মো: রফিকুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি), ঢাকা-১। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (দাবি) মোঃ মোস্তাফিজুর রহমান মিথ (উজ্জ্বল), এলাকা ব্যবস্থাপক (সিএসপি) মীর মোঃ মামুনুর রশিদ এবং গুলশান শাখার সকল কর্মীবৃন্দ।
আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) জানান এই ক্যাম্প পরিচালনার মূল লক্ষ্য হলো চোখ পরীক্ষা করে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা চোখের কোন সমস্যা থাকলে বিনামূল্যে চশমা, ওষধ, প্রদানসহ অন্যান্য বিষয়ে পরামর্শ প্রদান করা। এতে তাদের সাস্থ্য ও মন ভালো থাকবে এবং কাজের মান এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে ফলে শ্রমিকদের নিয়োজিত কারখানায় উপাদন বাড়বে যা জাতীয় উৎপাদনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে এবং দেশের জিডিপি বৃদ্ধিতে ব্যাপক প্রভাব ফেলবে।

স্থানীয় গনামান্য ব্যক্তিরা এধরনের ক্যাম্প আরও বেশি বেশি আয়োজন করার জন্য অনুরোধ করেন।
আজকালের খবর/ এমকে