প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৩:৫৩ PM
নতুন সব স্মার্টফোন, ট্যাবলেট এবং ক্যামেরায় একই ধরনের চার্জার ব্যবহার করা বাধ্যতামূলক করেছে ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি কার্যকর করা নতুন নিয়মে এটি বাধ্যতামূলক করা হয়েছে। গত শনিবার ইউরোপীয় কমিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আনুষ্ঠানিকভাবে ইইউতে ‘ইউএসবি-সি’ টাইপকে ইলেকট্রনিক ডিভাইস চার্জ করার জন্য কমন স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। সব ধরনের নতুন ফোন, ট্যাবলেট এবং ক্যামেরার জন্য একই চার্জারসহ থাকবে দ্রুত চার্জিং প্রযুক্তি। এর ফলে ই-বর্জ্য কমবে বলে আশা করছেন তারা।
এক গবেষণায় দেখা গেছে, প্রতি বছর শুধু ইউরোপেই নষ্ট ও ফেলে দেওয়া চার্জিং কেবল থেকে ১১ হাজার টন ই-বর্জ্য তৈরি হয়। এর আগে ২০২১ সালের দিকে সব ডিভাইসের জন্য একই প্রযুক্তিগত মান নিশ্চিত করতে নতুন আইনের প্রস্তাব করে ইউরোপিয়ার কমিশন। তাই এই বর্জ্য হ্রাস করার লক্ষ্যে সব স্মার্টফোন এবং ছোট ইলেকট্রনিক ডিভাইসের জন্য সর্বজনীন চার্জিং প্রযুক্তির প্রস্তাব করে তারা।
ইউরোপীয় ইউনিয়ন জানায়, একই ধরনের চার্জার ব্যবহার করার ফলে ইউরোপিয়ানদের জীবন সহজ হবে এবং ভোক্তাদের খরচও কমবে। এ ছাড়া তারা আশ্বস্ত করছেন, পুরনো চার্জার ব্যবহারের ফলে অব্যবহৃত চার্জারের সংখ্যা কমে যাবে।
তবে এই প্রস্তাবের বিরোধিতা করে অ্যাপল জানায়, এই প্রস্তাবের ফলে উদ্ভাবনী প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে। মূলত প্রতিষ্ঠানটির তৈরি আইফোনগুলোতে তাদের নিজস্ব ‘লাইটনিং কানেক্টর’ ব্যবহৃত করা হয়ে থাকে।
আজকালের খবর/ওআর