শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
আইওএস ১৮.২-এর নতুন ফিচার
মো. রাসেল
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৬:২১ PM
আইফোন প্রেমিকদের জন্য  প্রকাশ পেয়েছে অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস-এর নতুন সংস্করণ ১৮.২। এতে অ্যাপল ইন্টেলিজেন্স ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের নতুন সব ফিচার, যার মধ্যে অনেকগুলোই আইওএস-এ এসেছে প্রথমবারের মতো। আইওএস ১.২ সংস্করণের নতুন কয়েকটি ফিচার নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট হাও-টু গিক। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

বাটন না চেপেই রিস্টার্ট :
আইওএস ১৮ ব্যবহারকারীরা আইফোনের সাইডে কোনো বাটন না চেপেই রিস্টার্ট করতে পারবেন ফোনটি। নতুন কন্ট্রোল সেন্টারে যোগ হয়েছে বেশ কিছু নতুন বাটন, যার মধ্যে একটি হল রিস্টার্ট বাটন।

আইফোন স্ক্রিনের ওপরে ডান দিক থেকে নিচে সোয়াইপ করে কন্ট্রোল সেন্টার চালু করুন। এরপর কন্ট্রোল সেন্টারের ডান দিকে একদম ওপরে নতুন রিস্টার্ট বাটন খুঁজে পাবনে সেখানে চেপে ধরে রাখুন। একবার চাপলে কাজ করবে না, চেপে কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে। এরপর পাওয়ার অফ স্লাইডার আসবে সেখান থেকেই রিস্টার্ট করতে পারবেন। অবশ্য আইফোন নতুন করে চালু করার জন্য সাইডের বাটনই চাপতে হবে।

ফ্ল্যাশলাইটের আলোও সামঞ্জস্য করা যাবে:
আইফোনের ফ্ল্যাশলাইট একটি বড় আপগ্রেড পাচ্ছে। আগে শুধু ফ্ল্যাশলাইটের তীব্রতা পরিবর্তন করা যেত। তবে, আইওএস ১৮-এ এখন আলোর বিমের প্রস্থ সামঞ্জস্য করতে পারবেন। তবে, ফিচারটি কাজ করবে ডায়নামিক আইল্যান্ড আছে এমন আইফোনের মডেলে, অর্থাৎ আইফোন ১৪ প্রো, প্রো ম্যাক্স, আইফোন ১৫ সিরিজ এবং আইফোন ১৬ সিরিজে।

আলোটি চওড়া করতে পারেন, কম আলো বেশি এলাকা জুড়ে পড়বে। এ ছাড়া, আলোটি সরু করতে পারেন, ফলে কম জায়গার ওপরে আরও তীব্র আলো ব্যবহার করতে পারবেন।

নতুন ফিচারটি ব্যবহার করতে প্রথমে ফ্ল্যাশ লাইট চালু করুন। ফোনের ডাইনামিক আইল্যান্ডে একটি নতুন ইউজার ইন্টারফেস আসবে। আলোর তীব্রতা নিয়ন্ত্রণ করার জন্য ওপরে নিচে সোয়াইপ করতে হয়। আর ফ্ল্যাশলাইটের বিমের প্রস্থ কম বেশি করার জন্য স্ক্রিনের ডানে বা বামে সোয়াইপ করুন।

লুকিয়ে ফেলুন অ্যাপের নাম:
হোম স্ক্রিন একটু বেশি বিশৃঙ্খল লাগছে? তবে কাজে আসতে পারে নতুন এ ফিচার। আইওএস ১৮তে হোম স্ক্রিনে অ্যাপের নাম লুকিয়ে ফেলতে পারেন। আইকন দেখেই যে অ্যাপ চিনতে পারেন তার আর নামের প্রয়োজন কী?

হোম স্ক্রিনের ওপরে ফাঁকা জায়গায় চেপে ধরে রাখুন, যতক্ষণ না অ্যাপগুলো কাপতে শুরু করে। এরপর ‘এডিট’ অপশনে চাপুন, তারপর ‘কাস্টমাইজ’ অপশনে চাপুন। স্ক্রিনের নিচে একটি মেনু আসবে, সেখান থেকে ‘লার্জ’ অপশনটি বেছে নিন। এতে অ্যাপ আইকন কিছুটা বড় হয়ে যাবে কিন্তু নামগুলো মুছে যাবে।

গান চিহ্নিত করুন অ্যাকশন বাটন দিয়ে:
গান শুনতে শুনতে অনেক সময়ই ‘এটি কী গান?’। এর উত্তর খোঁজার মানে হল সিরি কে জিজ্ঞেস করা, সাজাম ব্যবহার করা বা কন্ট্রোল সেন্টার থেকে ‘মিউজিক রিকগনিশন’ চালু করা।

আইওএস ১৮-এর বেলায় এটি করা যাবে অ্যাকশন বাটন থেকেই। এটি করার আগে সেটিংস অ্যাপে যান, এরপর ‘অ্যাকশন বাটন’ বেছে নিন, ‘রিকগনাইজ মিউজিক’ অপশনটি সিলেক্ট করুন।

ব্যবহার করার জন্য অ্যাকশন বাটন দুই সেকেন্ডের জন্য চেপে ধরে রাখুন। এরপর ডায়নামিক আইল্যান্ডে সাজাম চালু হবে, এবং সেটি গান শুনে সেটি চিহ্নিত করবে। ফলে, ‘এটা কোন গান?’ প্রশ্নের উত্তরে আর কেউ বুঝতে পারবে না যে ফোনের সাহায্য নিয়ে উত্তর খুঁজছেন।

আজকালের খবর/আরই








সর্বশেষ সংবাদ
যে খাবার শরীরের ক্ষতি ডেকে আনে
শীত আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
বই থেকে 'আদিবাসী' গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft