শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কারওয়ান বাজার পরিদর্শনে এফবিসিসিআই টিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৬:৩৬ PM
নিত্যপণ্যের দাম যখন বেশি, তখন বাজার পরিদর্শনে করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মনিটরিং টিম। আজ রবিবার এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত  বাজার পরিদর্শন কাজ পরিচালনা করে সংগঠনটির বাজার মনিটরিং টিম।
 
এফবিসিসিআই থেকে জনানো হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখা, সরবরাহ ব্যবস্থা সচল রাখা ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে রাখতে বাজার পরিদর্শন করছে এফবিসিসিআই। রোববার রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজার পরিদর্শন করলো সংগঠনটির বাজার মনিটরিং টিম।

বাজার পরিদর্শন শেষে কারওয়ান বাজার আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সঙ্গে এক আলোচনা সভায় অংশ নেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান। এ সময় তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে খুচরা ও পাইকারী ব্যবসায়ীসহ আড়তদারদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন কারওয়ান বাজার আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. ওমর ফারুক। বাজার মনিটরিংয়ে এফবিসিসিআইয়ের নিয়মিত কর্মসূচিতে ব্যবসায়ীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আলোচনা সভায় কারওয়ান বাজার আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী সুজন, কাওরান বাজার কিচেন মার্কেট সমিতির মহাসচিব আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি এবং এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য মো. ইমরান মাস্টার, বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির মহাসচিব এবং এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য মোহাম্মদ মনিরুল ইসলামসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এফবিসিসিআইয়ের বাজার মনিটরিংয়ের সময় কারওয়ান বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ১০০০ টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ২০০ টাকা, সোনালী মুরগি প্রতি কেজি ২৮০ থেকে ৩০০ টাকা, ডিম প্রতি ডজন ১৬৫ টাকা, প্রতি কেজি  আলু ৫৫ টাকা, প্রতি কেজি বেগুন ৮০ টাকা, প্রতি কেজি কাঁচামরিচ ২৮০ থেকে ৩০০ টাকা, প্রতি কেজি দেশি পেঁয়াজ ১১০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। এ সময় প্রতিটি দোকানে মূল্য তালিকা দৃশ্যমান থাকতেও দেখেছে এফবিসিসিআই বাজার মনিটরিং টিম।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
যে খাবার শরীরের ক্ষতি ডেকে আনে
শীত আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
বই থেকে 'আদিবাসী' গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft