প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৪:২১ PM
ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ( আইডিইবি) এর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (৩১ ডিসেম্বর) সকালে আইডিইবি’র নবনির্বাচিত সভাপতি একেএম এ হামিদ ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমানের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার।
শ্রদ্ধা জানানো শেষে নেতৃবৃন্দ ফাতেহা পাঠসহ বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এসময় আইডিইবি কেনিকের সকল নেতৃবৃন্দসহ বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদেনর পর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমি রাখার অঙ্গীকার করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি হেডকোয়ার্টার) মো. ফজরুল রহমান খান, সহ-সভাপতি (ঢাকা) বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেব, সহ-সভাপতি (চট্টগ্রাম জাফর আহমেদ সাদেক ও যুগ্ন সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুছ প্রমুখ।
আজকালের খবর/বিএস