রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৫:০৫ পিএম
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় ও ভোরে পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- আল আমিন মোল্লা (২৫) ও অজ্ঞাতপরিচয় (১৮) এক যুবক।

নিহত আল আমিনের ভাগিনা ফরহাদ হোসেন জানান, আল আমিনের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলালপুর গ্রামে। তার বাবার নাম নুরুল হক মোল্লা। এক মেয়ের বাবা আল আমিন সৌদি প্রবাসী। প্রবাসে যাওয়ার জন্য গত তিন দিন আগেই তিনি ঢাকায় আসেন। কুড়িল বিশ্বরোড এলাকায় এক আত্মীয়ের বাসায় ছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টায় তার সৌদির ফ্লাইট ছিল। এজন্য সকালে বাসা থেকে বের হয়ে কুড়িল বিশ্বরোড রেললাইন দিয়ে যাচ্ছিলেন। তখন পেছন দিক থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান তিনি। তাৎক্ষণিকভাবে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং জানান, বেলা ১১টার দিকে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার ব্রিজের নিচে  ‘জামালপুর এক্সপ্রেস’র ধাক্কায় গুরুতর আহত হন আল আমিন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে তার মৃত্যু হয়।

অপরদিকে একই এলাকায় ভোরে একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরনে লাল হুডি ও থ্রি কোয়ার্টার প্যান্ট ছিল।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানী ও কৃষি শ্রমিকদের অবদান রয়েছে: কৃষিমন্ত্রী
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সমতা চায় টিআইবি
স্বাগতম ২০২২, বিদায় ২০২১
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সুবাহর শরীরে নির্যাতনের চিহ্ন
তাদের মাখো মাখো ‘প্রেমের প্রাসাদ’!
‘আমাকে জায়গা দিন, এটা আমার প্রাপ্য’ : লালকেল্লার দাবিদার মোগল সম্রাজ্ঞী
চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা
আমি অনেকটাই ভেঙে পড়েছি : শামীম ওসমান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft