কোটালীপাড়ায় পিনজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বহিষ্কার
কামরুল হাসান, কোটালীপাড়া
প্রকাশ: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ১০:০৮ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পিনজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাইদ সিকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। 

বহিষ্কার আদেশে উপজেলা আওয়ামী লীগ বলে, কোটালীপাড়া উপজেলার ১১নং পিনজুরি ইউনিয়নে আওয়ামী লীগ সভাপতি মনোনয়ন বোর্ডের সভাপতি জননেত্রী শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুজ্জামান খাঁন মিলনকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রদান করেন। এর পর পিনজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাইদ সিকদার দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নৌকার বিপক্ষে মনোনয়ন দাখিল করেন এবং বারবার তাকে মৌখিক নির্দেশনা দেওয়া সত্বেও তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেন নি। সে কারণে আওয়ামী লীগের গঠনতন্দ্রের ৪৭ নং ( ) ( ) উপ- ধারা মোতাবেক দলীয় শৃংখলা ভঙ্গের কারণে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের মৌখিক নির্দেশনায় আবু সাইদ সিকদারকে দল থেকে বহিষ্কার করা হলো।

এ সময় আওয়ামী লীগ কার্যালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক পৌর মেয়র হাজি মোঃ কামাল হোসেন শেখ,সাবেক ভাইস চেয়ারম্যান বর্তমান পিনজুরি ইউনিয়নে নৌকা প্রতিকে মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান হাজি মো. আমিনুজ্জামান খানঁ মিলন, সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা,দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, বন পরিবেশ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম রুনী, ত্রান সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রুহুল আমীন হাওলাদার লিটু, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চুসহ আওয়ামীলীগ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন 

 

একে

 








সর্বশেষ সংবাদ
নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানী ও কৃষি শ্রমিকদের অবদান রয়েছে: কৃষিমন্ত্রী
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সমতা চায় টিআইবি
স্বাগতম ২০২২, বিদায় ২০২১
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সুবাহর শরীরে নির্যাতনের চিহ্ন
তাদের মাখো মাখো ‘প্রেমের প্রাসাদ’!
‘আমাকে জায়গা দিন, এটা আমার প্রাপ্য’ : লালকেল্লার দাবিদার মোগল সম্রাজ্ঞী
চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা
আমি অনেকটাই ভেঙে পড়েছি : শামীম ওসমান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft