রবিবার ৫ অক্টোবর ২০২৫
ফেসবুকে চাকরি পেলেন জাবি শিক্ষার্থী আসিফ
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ৫:২১ পিএম
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাকরি পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আসিফ জুলফিকার।

বিশ্ববিদ্যালয়ের (৪২ ব্যাচে) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আসিফ জুলফিকার নিজেই বুধবার (০১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

আসিফ জুলফিকার জানান, ফেসবুকের লন্ডন অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেবেন তিনি। গত ২৫ নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষ তাকে যোগদানের চিঠি পাঠিয়েছে। ২০২২ সালের মার্চে তিনি যোগদান করবেন।

ফেসবুকে চাকরি পাওয়ার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে আসিফ জুলফিকার বলেন, আমি প্রথমে টেক জায়ান্টগুলোতে চেষ্টা করেছি কারণ ফেসবুক ছিল সবচেয়ে চালেঞ্জিং। কারণ ওরা বাইরে থেকে শুধু সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ দেয় এবং এজন্য কিছু অতিরিক্ত ইন্টারভিউ দিতে হয়। যেগুলো অন্য কোম্পানিগুলোতে ছিল অপশনাল। এক বড় ভাইয়ের পরামর্শে ফেসবুকে আবেদন করি। উনি বর্তমানে ফেসবুকে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।

‘প্রথম ধাপে সিভি সিলেকশন, এরপর নিয়োগের জন্য আমাকে কল করে। সর্বমোট পাঁচটি ইন্টারভিউ হয়। কিছু যাচাই-বাছাইয়ের পর পরবর্তী ধাপে অ্যাডভান্স করে। এর মধ্যে কোডিং রাউন্ড, সিস্টেম ডিজাইন থাকে। ফাইনালি প্রায় চার সপ্তাহ পর গত ২৫ নভেম্বরের ফেসবুক কর্তৃপক্ষ আমাকে লন্ডন অফিসে যোগদানের চিঠি পাঠায়’, যোগ করেন আসিফ জুলফিকার।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানী ও কৃষি শ্রমিকদের অবদান রয়েছে: কৃষিমন্ত্রী
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সমতা চায় টিআইবি
স্বাগতম ২০২২, বিদায় ২০২১
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সুবাহর শরীরে নির্যাতনের চিহ্ন
তাদের মাখো মাখো ‘প্রেমের প্রাসাদ’!
‘আমাকে জায়গা দিন, এটা আমার প্রাপ্য’ : লালকেল্লার দাবিদার মোগল সম্রাজ্ঞী
চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা
আমি অনেকটাই ভেঙে পড়েছি : শামীম ওসমান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft