শ্রীনগর থানা থেকে আসামি ছিনতাই করে নিয়ে গেল বিএনপির নেতাকর্মীরা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১২:৩৬ এএম
মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে একটি মামলার এজাহার নামীয় প্রধান আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে বিএনপি,যুবদল,সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা কর্মীরা। ঘটনা টি শুক্রবার রাত সোয়া দশটার দিকে ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ তারিকুল ইসলামকে শুক্রবার সন্ধ্যায় শ্রীনগর বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ থানায় নিয়ে আসে। তারিকুল শ্রীনগর থানায় গত ১৯ সেপ্টেম্বর দায়েরকৃত ১৭(১১)২৪ নং মামলার এজাহার নামীয় প্রধান আসামি।

যুবদলের সদস্য তারিকুলকে গ্রেপ্তারের খবর শুনে রাত ৯টার দিকে থানায় ছুটে আসেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান। তিনি তারিকুলকে ছেড়ে দেওয়ার জন্য শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ূম উদ্দিন চৌধুরীরর উপর চাপ প্রয়োগ করেন। পরবর্তীতে শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস,সদস্য সচিব মামুনুর রশিদ,যুবদল নেতা রবিন,অপু, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন,উপজেলা ছাত্রদলের সভাপতি আশ্রাফুল ইসলাম শুভ,সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী থানায় এসে পুলিশকে ধাক্কা দিয়ে আসামী তারিকুলকে রুম থেকে বের করে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে এই সংবাদ উপজেলায় ছড়িয়ে পরলে উত্তেজনা সৃষ্টি হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ূম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “পুলিশি বাধা উপেক্ষা করে এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত বল প্রয়োগ করা হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারতো।”

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল আনিসুর রহমান বলেন, “শ্রীনগর থানার এজাহার নামীয় আদার সেকশনের একটি মামলায় একজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হলে যুবদল ছাত্রদল কর্মীরা থানায় এসে হট্টগোল শুরু করে। এক পর্যায়ে দুইটি ছেলে একটি ছেলেকে ধাক্কাতে ধাক্কাতে থানা থেকে বের করে নিয়ে মোটরসাইকেলে করে চলে যায়। হট্টগোলের কারণে তারা যে আসামিকে নিয়ে চলে যাচ্ছে সে সময়ে আমরা বিষয়টি সঠিকভাবে বুঝতে পারিনি। আমরা তাকে পুনরায় গ্রেফতারের চেষ্টা করছি।”
শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান বলেন, ‍“আমি এলাকায় ছিলাম না। ঢাকায় দাওয়াতে গিয়েছিলাম। তবে থানা থেকে যুবদলের এক সদস্যকে আসামী হিসাবে ধরে আনলে সে পালিয়েছে বলে শুনেছি।”

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা: আমীর খসরু
দেবীদ্বারে ১০ অসহায় পরিবার পেল ১০টি ছাগল
জিয়াউর রহমানের দেশপ্রেম নতুন প্রজন্মকে ধারণ করতে হবে: মঈন খান
সংবাদ সম্মেলনে ডিপ্লোমা প্রকৌশলীদের সতর্ক বার্তা, রংপুর অভিমুখে লংমার্চ
ওয়েজবোর্ড যখন বাস্তবায়নই হয় না, তবে সেটি করে লাভ কী: আলী রীয়াজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশে পাকিস্তানি মনোভাব নিয়ে পোলাপান জন্ম নিলো কীভাবে: কাদের সিদ্দিকী
ফোন করে নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি
মাদক ও জুয়া থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সামাজিকভাবে এগিয়ে আসতে হবে: নয়ন কুমার সাহা
বরগুনায় জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৭৭ ফিলিস্তিনি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft