জিয়াউর রহমানের দেশপ্রেম নতুন প্রজন্মকে ধারণ করতে হবে: মঈন খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৫:৫৮ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে আজকের বাংলাদেশ অস্তিত্বশীল হতো না। তিনি নতুন প্রজন্মকে ইতিহাসের সত্য জানতে ও জিয়াউর রহমানের গুণাবলি ধারণ করে আধুনিক বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

রবিবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন।

ড. মঈন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি সেদিন স্বাধীনতার ঘোষণা না দিতেন, যদি সম্মুখ সমরে ঝাঁপিয়ে না পড়তেন, তাহলে আজ আমরা নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দিতে পারতাম না। আওয়ামী লীগ যতই স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করুক, ১৯৭১ সালের ২৬ মার্চের কালরাত্রিতে তারা ছিল একটি পলায়নপর শক্তি।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম হয়েছিল বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ থেকে। সেই আদর্শে দীক্ষিত হয়ে আজ আমরা নিজেদের বাংলাদেশি হিসেবে গর্ববোধ করি। জিয়াউর রহমানের কীর্তিগাথা অনন্তকাল ধরে বললেও শেষ হবে না। তবে আমি নতুন প্রজন্মকে শুধু একটি কথা বলব-আসুন, আমরা দেশপ্রেম, শৃঙ্খলা ও সততা-শহীদ জিয়ার এই তিন গুণ নিজেদের ভেতর ধারণ করি।  

বিএনপির এই নেতা বলেন, আশির দশকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আরেকটি গুণ শিখিয়েছেন-নীতির প্রশ্নে আপসহীন রাজনীতি। তার নেতৃত্বেই সামরিক শাসনের অবসান ঘটিয়ে দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল।  

বাংলাদেশকে আধুনিক, সম্মানিত জাতি হিসেবে পুনর্গঠন করতে হলে শহীদ জিয়ার দেশপ্রেম, শৃঙ্খলা ও সততা এবং বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনৈতিক শিক্ষাকে ধারণ করার আহ্বান জানান এই নেতা।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিএনপি প্রতিষ্ঠার ইতিহাস, জিয়ার অবদান ও আমাদের প্রত্যাশা
নির্বাচনের পেছনে ছায়া: বাংলাদেশের গণতান্ত্রিক দুর্বিপাক
জাতীয় পার্টি নিষিদ্ধ করার চক্রান্ত নস্যাৎ হবে: শামীম পাটোয়ারী
চবিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
আগস্টের ৩০ দিনে এলো ২৭ হাজার কোটি টাকার রেমিট্যান্স
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনায় জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দামুড়হুদায় ইজিবাইক-আলমসাধু সংঘর্ষে মুয়াজ্জিন নিহত
মাদক ও জুয়া থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সামাজিকভাবে এগিয়ে আসতে হবে: নয়ন কুমার সাহা
দেশমাতৃকার সেবায় বিএনপি বলিষ্ঠ ভূমিকা রাখবে : তারেক রহমান
ফোন করে নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft