‘মাদক ও জুয়া থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে’
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৪:০১ পিএম
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা  উলিপুর  থানার আওতাধীন এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে চুরি-ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমনে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার আহবান জানিয়েছেন।

তিনি তরুণ প্রজন্ম ও যুবসমাজের চরিত্র রক্ষায় মাদকদ্রব্য বিক্রি ও সেবন এবং সব রকমের জুয়া খেলা প্রতিরোধে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সামাজিকভাবে এগিয়ে আসার আহবান জানান।

রবিবার (৩১শে আগস্ট) সকাল ১১টায়  উপজেলা পরিষদ সভাক‌ক্ষে  উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন । 

সভায় অন্যদের মধ্যে অংশ নেন-  অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন,সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার। 

সভায় বক্তারা উলিপুর পোস্ট অফিস মোড় থেকে আমিন মোড় পর্যন্ত  সড়কের প্রতিটি ফুটপাত দখলমুক্ত রাখার আহবান জানিয়ে বলেন, বিশেষ করে রোডের যানজট দূরীকরণে এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভাসমান হকারদের কবল থেকে সড়কটি পরিচ্ছন্ন রাখতে হবে। 

অবৈধভাবে রাস্তার  উপর স্তুপাকৃত আকারে মালামাল রেখে দেয়ায়  বাসটার্মিনাল পর্যন্ত যাতায়াতে যাত্রী সাধারণকে দুর্ভোগ পোহাতে হয়। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ কামনা করেন। 

সভায় বিভিন্ন বক্তা উপজেলা নির্বাহী অফিসারের  দৃষ্টি আকর্ষণ করে বলেন, নাম্বারপ্লেট বিহীন সিএনজিচালিত অবৈধ অটোরিক্সাসমুহকে বৈধ নাম্বার প্লেইট প্রদান করা হলেও সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি উলিপুর  অঞ্চলে মাদক পরিবহন, চুরি-ছিনতাই-রাহাজানী বন্ধে অনেকটা সহায়ক হতে পারে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিএনপি প্রতিষ্ঠার ইতিহাস, জিয়ার অবদান ও আমাদের প্রত্যাশা
নির্বাচনের পেছনে ছায়া: বাংলাদেশের গণতান্ত্রিক দুর্বিপাক
জাতীয় পার্টি নিষিদ্ধ করার চক্রান্ত নস্যাৎ হবে: শামীম পাটোয়ারী
চবিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
আগস্টের ৩০ দিনে এলো ২৭ হাজার কোটি টাকার রেমিট্যান্স
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনায় জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দামুড়হুদায় ইজিবাইক-আলমসাধু সংঘর্ষে মুয়াজ্জিন নিহত
মাদক ও জুয়া থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সামাজিকভাবে এগিয়ে আসতে হবে: নয়ন কুমার সাহা
দেশমাতৃকার সেবায় বিএনপি বলিষ্ঠ ভূমিকা রাখবে : তারেক রহমান
ফোন করে নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft